ফরিদপুর সদরপুরের আলোচিত ইজিবাইকচালক হত্যা মামলার দুই আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ফরিদপুরের পুলিশ সুপার মো: শাহজাহান। এর আগে বুধবার রাতে ঢাকা ও শিবচর উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন মাদারীপুরের শিবচর উপজেলার রাজাচর গ্রামের মো: আজিজুল মুন্সী (৩২) ও একই উপজেলার শরীফকান্দি গ্রামের মো: হৃদয় মাতুব্বর (২৫)।
প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মো: শাহজাহান বলেন, ‘গত ২৫ জানুয়ারি ভোরে ফরিদপুরের সদরপুর উপজেলার চরমানাইর ইউনিয়নের রহমতউল্লা মাতুব্বরের কান্দি গ্রামে আড়িয়াল খাঁ নদের পাড়ে একটি সরিষা ক্ষেত থেকে শাহজাহান বেপারির লাশ উদ্ধার করা হয়। এ ঘটনার পর ১ ফেব্রুয়ারি নিহতের চাচাতো ভাই আক্কাস আলী অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা ও লাশ গুমের অভিযোগে সদরপুর থানায় একটি মামলা করেন।’
‘মামলার তদন্তে জানা যায়, গত ২৪ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গ্রেফতারকৃত দু’জনসহ তিন ব্যক্তি শাহজাহানের ইজিবাইকটিতে চড়ে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে। রাত দেড়টার দিকে তারা রহমতউল্লা মাতুব্বরেরকান্দি গ্রামে আড়িয়াল খাঁ নদের পাড়ে একটি সরিষা ক্ষেতে নিয়ে গলায় গামছা ও মাফলার পেঁচিয়ে শাহজাহানকে হত্যা করে তার ইজিবাইকটি নিয়ে চলে যায়। পরে তারা ইজিবাইকের পাঁচটি ব্যাটারি খুলে একটি ভ্যানে করে ভাঙ্গা উপজেলায় এনে ব্যাটারি বিক্রেতা আব্দুল শেখের দোকানে ২০ হাজার টাকায় বিক্রি করে।
এ ঘটনার পর পুলিশ গত ৮ ফেব্রুয়ারি ওই ব্যাটারিগুলো কেনার অভিযোগে ক্রেতা আব্দুল শেখকে গ্রেফতার করে। এরপর তার দেয়া তথ্য অনুযায়ী আজিজুল মুন্সী ও হৃদয় মাতুব্বরকে গ্রেফতার করা হয়।
পুলিশ সুপার জানান, ইজিবাইকটি গোপালগঞ্জের মুকসুদপুরের ফতেপট্টি এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।
আর যেই ভ্যানে করে ব্যাটারিগুলো বিক্রির জন্য ভাঙ্গা নেয়া হয়েছিল, ওই ভ্যানচালক মুকসুদপুরের ফতেপট্টির আয়নাল শেখ গ্রেফতার আসামিদের শনাক্ত করেছে।
প্রেস ব্রিফিংয়ে অন্যান্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ইমদাদ হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও তদন্ত) শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: সালাহউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) তালাত মাহমুদ শাহান শাহ, ট্রাফিক পরিদর্শক (টিআই) তুহিন লস্কর, সদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ ও মামলার তদন্তকারী কর্মকর্তা সদরপুর থানার এসআই ওহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha