কুষ্টিয়ার কুমারখালীতে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির চাল ওজনে কম দেওয়া ও অতিরিক্ত টাকা নেওয়ায় এক ডিলারকে তিন হাজার টাকা জরিমানা ও কঠোর সতর্ক করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২২ আগস্ট) দুপুর দেড়টায় উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের হাসিমপুর খুনকারপাড়া এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত।
এ বিষয়ে আমিরুল আরাফাত বলেন, ১৫ টাকা কেজি দরে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির চাল ওজনে কম দেওয়া ও অতিরিক্ত টাকা নেওয়ার অপরাধে ডিলার খন্দকার আতিকুল ইসলাম প্রতীককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়াও ডিলারের বিরুদ্ধে আইনগত পরবর্তী কার্যক্রম পরিচালনার জন্য খাদ্য কর্মকর্তাক জানানো হয়ছে বলেও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫