আজকের তারিখ : এপ্রিল ২, ২০২৫, ২:১৯ এ.এম || প্রকাশকাল : অগাস্ট ১৫, ২০২৩, ৮:৩১ পি.এম
জামালপুরের মেলান্দহে ৪৮তম শোক দিবস পালিত

জামালপুরের মেলান্দহে আদ্রা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে অত্র ইউনিয়নের ১-৯ টি ওয়ার্ডে পালিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী।
উপজেলা আওয়ামী লীগের নির্দেশনা অনুযায়ী সকাল ৯:০০ টায় জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত ভাবে উত্তোলন এবং কালো পতাকা উত্তোলন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পণ ও আলোচনা সভা এবং দোয়া মাহফিলের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচী পালন করা হয় বলে জানান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম আলতাফ হোসেন (আলতাফ)।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ফজলুল করিম (ফরহাদ) বলেন, উপজেলা আওয়ামী লীগের নির্দেশনা মোতাবেক বর্ধিত সভা আহবান করে, ইউনিয়ন আওয়ামী লীগ এবং সকল অঙ্গসহযোগী সংগঠনের সাথে পরামর্শক্রমে প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃত্বে কাঙ্গালী ভোজের আয়োজন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
ওয়ার্ড আওয়ামী লীগ ও সংশ্লিষ্ট ওয়ার্ডের অধীনস্ত উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগ এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সমন্বয়ে প্রত্যেকটি ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণকে নিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত আলোচনা ও দোয়া মাহফিলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সকল শহিদ ও দেশ ও জাতির জন্য যারা বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে জীবন উৎসর্গ করেছেন সবার রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha