আজকের তারিখ : জুলাই ১৩, ২০২৫, ১১:৩১ এ.এম || প্রকাশকাল : অগাস্ট ১১, ২০২৩, ৪:৫৩ পি.এম
মাগুরা শালিখা থানার গ্রাম পুলিশ আব্দুর রশিদ খুলনা বিভাগের শ্রেষ্ঠ

শালিখার শতখালী ইউনিয়ন পরিষদের আব্দুর রশিদ খুলনা বিভাগের শ্রেষ্ঠ গ্রাম পুলিশ নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (১০ই আগষ্ট )খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হক পিপিএম (বার)পিপিএম শ্রেষ্ঠ গ্রাম পুলিশ নির্বাচিত হওয়ায় তার হাতে পুরস্কার তুলে দেন।
গ্রাম পুলিশ আব্দুর রশিদ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার ও মাদকদ্রব্য উদ্ধারে মাগুরা জেলা শালিখা থানার পুলিশকে সহযোগিতা করে বিভাগের শ্রেষ্ঠ গ্রাম পুলিশ নির্বাচিত হয়েছেন।আব্দুর রশিদ মাগুরা জেলার শালিখা উপজেলার ৪নং শতখালী ইউনিয়নে গ্রাম পুলিশ হিসেবে সততার সাথে দায়িত্ব পালন করে আসছেন সে পাঁচকাওনিয়া গ্রামের বাসিন্দা।
গ্রাম পুলিশ আব্দুর রশিদ মাগুরা জেলা সুযোগ্য পুলিশ সুপার মহোদয় মোঃ মশিউদৌলা রেজা পিপিএম(বার) এবং শালিখা থানার অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা স্বীকার করে বলেন আমার জীবনে সবচেয়ে বড় পাওয়া আমি পেয়েছি , তাই আমি আমার অন্তর থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি জেলার সুযোগ্য পুলিশ সুপার স্যারের প্রতি, এবং আমার থানার( ওসি)স্যার সহ সকল অফিসারদের প্রতি।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha