আজকের তারিখ : এপ্রিল ২৩, ২০২৫, ৯:৩৬ পি.এম || প্রকাশকাল : অগাস্ট ৮, ২০২৩, ১:৩৬ পি.এম
এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

২০২৩ সালের এইচ এস সি ও সমমানের পরীক্ষা পিছিয়ে দেয়া অথবা ১০০ নাম্বারের পরিবর্তে ৫০ নাম্বারে পরীক্ষা নেয়ার দাবিতে ফরিদপুরে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে সরকারি ইয়াছিন কলেজের এইচ এস সি ২০২৩ এর পরীক্ষার্থী মোঃ মোস্তাকিম এর নেতৃত্বে আজ মঙ্গলবার বেলা বারোটায় ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয় হতে প্রেসক্লাব পর্যন্ত এক বিক্ষোভ মিছিল ও মিছিল পরবর্তীতে প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় সরকারী রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী সামিউল ইসলাম সিয়াম,এস এম মোস্তাকিম আহমেদ,আসিফ আহমেদ,এমদাদ হোসেন,ইয়াসিন কলেজের শিক্ষার্থী মোঃ মোরসালিন, মামুন মোল্লা সহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ সময় শিক্ষার্থীরা ২০২৩ সালের এইচ এস সি ও সমমানের পরীক্ষা ১০০নাম্বারের পরিবর্তে ৫০ নাম্বারে নেয়া অথবা পরীক্ষা আরও দুই মাস পিছিয়ে দেয়ার দাবি জানান। তারা দাবি করেন সময় স্বল্পতার কারণে তাদের প্রস্তুতি ভাল ভাবে নেয়া সম্ভব হয়নি। তাই ১০০ নাম্বারের পরিবর্তে ৫০ নাম্বারে পরীক্ষা নেয়া অথবা পরীক্ষা আরও দুই মাস পিছিয়ে দেয়ার দাবি করেন ।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha