আজকের তারিখ : মার্চ ১৪, ২০২৫, ১০:২৪ পি.এম || প্রকাশকাল : অগাস্ট ৭, ২০২৩, ৫:০৬ পি.এম
ফরিদপুর সদরে ভূমিহীন ও গৃহহীনমুক্ত হিসাবে উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক আগামী ৯ আগস্ট দেশের বিভিন্ন জেলা ও উপজেলার ভূমিহীন ও গৃহহীন পরিবারকে (৪র্থ পর্যায়) জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করবেন এবং গৃহহীনমুক্ত হিসেবে ঘোষণা করবেন এ পর্যায়ে ফরিদপুর সদর উপজেলার ভূমিহীন ও গৃহহীনমুক্ত হিসেবে প্রেস ব্রিফিং করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী।
ফরিদপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে, আজ সোমবার বিকেল ৪ টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে প্রেস ব্রিফিং করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী।
প্রেস ব্রিফিং এ ইউএনও জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নপূরণে "বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না" মাননীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফরিদপুর সদর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত হিসাবে ঘোষণা করবেন। তিনি আরো বলেন, ফরিদপুর সদর উপজেলায় আশ্রয়ণ-২ প্রকল্প এর আওতায় ৭৩১ টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। ১ম পর্যায়ে ৩১২টি, ২য় পর্যায়ে ১৫৩ টি ও ৩য় পর্যায়ে ২৬৬টি গৃহ নির্মাণ করে উপকারভোগীদের নিকট বুঝিয়ে দেওয়া হয়েছে।
ব্রিফিং কালে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জিয়াউর রহমান, সদর উপজেলা প্রকৌশলী মোহাঃ আলমগীর কবির, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরুন্নাহার বেগম প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha