কালুরঘাটে চালু করা ফেরি সার্ভিসে অব্যবস্থাপনার কারণে ভোগান্তিতে পড়েছেন পারাপারকারীরা। ফেরিঘাটের এপ্রোচ সড়ক, বেইলি ব্রিজ ডুবে কোমর পানিতে বিকল হয় যানবাহন, যাত্রীদের ওঠানামায় ভোগান্তি চরমে পৌঁছে। এদিকে, ফেরির টোল আদায়কারীদের সাথে প্রতিনিয়ত বাকবিতণ্ডাতায় মঙ্গলবার রাত ১০টার দিকে বন্ধ রাখা হয় ফেরি চলাচল। এর ঘণ্টা খানেক পর আবারো শুরু হয় ফেরি চলাচল।এদিন একটি ফেরি চলাচল করে নদীতে।
জোয়ারের পানিতে বেইলি ব্রিজ ডুবে যাওয়ায় বিঘ্নিত হয় ফেরি পারাপার।
গতকাল সকাল সাড়ে ১০টার দিকে চালু হয় ফেরি চলাচল। তবে জোয়ারের পানিতে ফেরির এপ্রোচ সড়ক ও বেইলি ব্রিজ ডুবে যাওয়ায় যানবাহন ফেরিতে ওঠানামা করতে পারছিল না। ফলে থমকে যায় ফেরি পারাপার। নদীর দুই পাড়ে আটকে পড়ে শতশত যানবাহন। এ সময় যাত্রীসাধারণ নৌকায় নদী পারাপার করেন।
বিকেল চারটা পর্যন্ত গাড়ি নিয়ে ফেরিঘাটে জোয়ারের পানি কমার অপেক্ষায় থাকেন টেম্পো ও ট্যাক্সি চালকরা। গত মঙ্গলবার ও বুধবার বিকেল পর্যন্ত একটি ফেরি চলাচল করে। ফেরির সার্ভিসে অব্যবস্থাপনার কারণেফেরির অপেক্ষায় না থেকে যাত্রী সাধারণ নৌকায় নদী পারাপার করেছে।
প্রতিজন ১০টাকা ভাড়ায় নৌকায় পারাপার করছেন মাঝিরা।
বোয়াল খালী থেকে নগরীতে চাকরিতে যাওয়া শ্রমিক কর্মচারিরা ‘ফেরির জন্য অপেক্ষায় থাকায় চাকরিতে বিলম্ভে পৌচার অনেকে চাকরিতে নোটিশ পেয়ে চাকরি যায়যায় আবস্থা বলে জানান বিভিন্ন কারখানায় চকরিরত শ্রমিক কর্মচারিরা। এদিকে ৫৫ কোটি টাকা ব্যয়ে জরাজীর্ণ কালুরঘাট সেতুর সংস্কার কাজ শুরু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। এজন্য তিনমাস বন্ধ রাখা হয়েছে কালুরঘাট সেতুতে যানচলাচল।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha