ভেড়ামারায় সন্ত্রাসী হামলায় পৌর স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক সঞ্জয় কুমার প্রামাণিকসহ ৩জন গুরুত্বর আহত। হামলাকারীদের বিচার ও গ্রেফতারের দাবিতে আজ ৩আগষ্ট বৃহস্প্রতিবার বেলা দেড়টার সময় ভেড়ামারা-দৌলতপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন আওয়ামীলীগের নেতাকর্মীরা।
উল্লেখ্য, বুধবার (২ আগস্ট) রাত ১১টার দিকে ভেড়ামারা উপজেলা শহরের গোডাউন মোড় এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রীদের গুলিতে আহত হয়েছেন পৌর স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক সঞ্জয় কুমার প্রামাণিক, বেলাল হোসেন ও শ্যামল নামে আরও দুজন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জাসদ নেতা মুস্তাফিজুর রহমান শোভন ও তার লোকজন বুধবার রাত ১১টার দিকে উপজেলা শহরের গোডাউন মোড় এলাকায় জড়ো হয়ে হঠাৎ করেই পৌর স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক সঞ্জয় কুমার প্রামাণিক ও তার সঙ্গে থাকা বেলাল হোসেন ও শ্যামলকে লক্ষ করে এলোপাতাড়ি গুলি ছোড়েন। এতে সঞ্জয় কুমার প্রামাণিকের পায়ে ও হাঁটুর নিচে গুলি লাগে। এছাড়াও তার মাথায় ও শরীরে কুপিয়ে জখম করা হয়। আহতদের শরীরে জখমের চিহ্ন আছে। আহত অবস্থায় তাঁদের সেখান থেকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। সে এখন তারা চিকিৎসাধীন রয়েছে। এদিকে এ ঘটনায় উপজেলা এলাকাজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। এ ঘটনায় ভেড়ামারা থানা পুলিশ প্রধান আসামী মুস্তাফিজুর রহমান শোভন কে আটক করেছে।
হামলাকারীদের বিচার ও গ্রেফতারের দাবিতে আজ ৩আগষ্ট বৃহস্প্রতিবার বেলা দেড়টার সময় ভেড়ামারা-দৌলতপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন আওয়ামীলীগের নেতাকর্মীরা।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই মূলত এ ঘটনা। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। তবে অপরাধী যেই হোক আইনের আওতায় আনা হবে। মুস্তাফিজুর রহমান শোভন কে আটক করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha