আজকের তারিখ : মার্চ ১৪, ২০২৫, ১০:২৬ পি.এম || প্রকাশকাল : অগাস্ট ২, ২০২৩, ৫:১৯ পি.এম
ফরিদপুরে কলেজ ছাত্র প্রান্ত হত্যা মামলায় ৪ আসামী গ্রেফতার

ফরিদপুরে রাজেন্দ্র কলেজের অনার্স (উদ্ভিদবিদ্যা) তৃতীয় বর্ষের কলেজ ছাত্র প্রান্ত মিত্র (২৩) হত্যাকান্ডে জড়িত ৪ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের নিকট থেকে হত্যাকান্ডে ব্যবহৃত বিভিন্ন জিনিস জব্দ করা হয়েছে। বুধবার দুপুরে ফরিদপুরের পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মো. শাহজাহান।
গ্রেফতারকৃতরা হলো, শহরের গুহলক্ষীপুর শাহীন শেখের ছেলে তানভীর আহম্মেদ সজিব শেখ (২৩), ও মৃত আঃ সামাদ শেখের ছেলে মাসুম শেখ (৩৪), মমিন খার হাটের মৃত আবু তালেব মল্লিক এর ছেলে ইসরাফিল মল্লিক (৩৪), টেপাখোলা এলাকার লিটন বেপারীর ছেলে সিফাতুল্লাহ বেপারী (১৯)।
পুলিশ সুপার বলেন, গত ২৫ জুলাই রাতে ছিনতাইকারীদের হাতে নিহত হন কলেজ ছাত্র প্রান্ত মিত্র। ছিনতাইকারীরা প্রান্তকে হত্যার পরে একই রাতে শহরের কমলাপুরে জেলা জাকের পার্টির সভাপতি মশিউর রহমান যাদু মিয়াকে কুপিয়ে জখম করে। এ সময় তার নিকট থেকে নগদ টাকা ও মালামাল ছিনতাই সহ শহরে আরো ৩টি স্থানে এইচক্র ছিনতাইয়ের ঘটনা ঘটায়।
পরে শহরের সরকারি, বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে বসানো সিসি টিভির ফুটেজ পর্যালোচনা করে খুনি ও ছিনতাইকারীদের সনাক্ত করা হয় ও পর্যায়ক্রমে তাদের গ্রেফতার করা হয়। আসামীদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
তিনি আরো বলেন, গ্রেফতারকৃতরা সবাই মাদকসেবী। জেলখানা থেকে তাদের একে অপরের পরিচয়। তারা মাদকসেবন ও স্ফূর্তির জন্য এসব ছিনতাই করতো। প্রান্তকে হত্যা করে ছিনতাইয়ের পর তারা শহরে আরো কয়েকটি ছিনতাই সংগঠিত করে।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, ঐ দিন রাতে এই চক্রটির হাতে রাত দু'টার পরে আলিপুর ব্রীজের নিকট প্রান্ত ছিনতাইকারীর কবোলে পড়ে। তাদের চাকুর কোপে তার মৃত্যু হয়। এরপর রাত ৩টা ২০ মিনিটে আলীপুর বাদামতলী সড়কে এক সবজি বিক্রেতা ভ্যান চালকের নিকট থেকে ৩ হাজার টাকা ছিনতাই করে। এরপর ভোর ৪ টা ১৫ তে শহরের ঝিলটুলীস্থ পুরাতন পাসপোর্ট অফিসের সামনে থেকে মুফতি আবু নাসির কে চাপাতি দিয়ে ভয় দেখিয়ে ৭০০/- টাকা ছিনিয়ে নেয়। এরপর ভোর ৪ টা ৫০ মিনিটে শহরের কমলাপুর তেতুল তলা হেরিটেজ ভবন গেটের সামনে জাদু মিয়াকে কুপিয়ে তার কাছ থেকে মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। একই ভাবে গত ১ জুলাই ভোর ৫ টার দিকে খাবাসপুর লঞ্চ ঘাট চক্ষু হাসপাতালের সামনে কয়েকজন ছিনতাইকারী মোটরসাইকেলে করে এসে ডাঃ শরীফ উল্লাহ মাহমুদ কে অস্ত্রের ভয় দেখিয়ে ল্যাপটপ, মোবাইল, নগদ টাকা ছিনতাই করে পালিয়ে যায়।
অপরাধীদের সনাক্ত করে তথ্য প্রযুক্তির মাধ্যমে গত ১ আগস্ট রাতে ঢাকার শ্যামপুর থেকে সজিব শেখ কে গ্রেফতার করে তার কাছ থেকে নিহত প্রান্ত মিত্রের মোবাইল সেট, ফরিদপুরের মধুখালী এলাকা থেকে ইস্রাফিল মল্লিক কে গ্রেফতার করে তার নিকট থেকে জাদু মিয়ার ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। পরে আসামীদের তথ্য মতে ছিনতাই কাজে ব্যবহৃত হওয়া ১টা চাপাটি, ১টা সেভেন গিয়ার চাকু, রেঞ্জসহ টেপাখোলা থেকে সিফাতের হেফাজতে থাকা সজীবের রক্ত মাখা শার্ট ও ১ জোড়া সেন্ডেল জব্দ করে তাকে গ্রেফতার করা হয়। এছাড়া শহরের ভাজনডাঙ্গা টিভি হাসপাতালের মোড় থেকে মাসুম কে গ্রফতার করা হয়। এসময় তার কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ডিসকাভরি মোটর সাইকেল উদ্ধার করা হয়।
সংবাদ সম্মেলনে শেষে নিহত প্রান্তের মা কান্নাজড়িত কন্ঠে আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইমদাদ হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অব আপস) শৈলেন চাকমা, কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম.এ জলিল, টিআই তুহিন লস্কর, ডিবির ওসি রাকিবুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত সোমবার (২৫ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে হৃদয় নামে এক বন্ধুর ফোন পেয়ে শহরের ওয়ারলেসপাড়ার বাসা থেকে রিকশায় করে শিশু হাসপাতালের উদ্দেশে যাওয়ার পথে ছুরিকাঘাতে নিহত হন প্রান্ত। এর দুদিন পরে বুধবার (২৭ জুলাই) দিবাগত রাতে প্রান্তের বাবা বিকাশ মিত্র অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কোতয়ালী থানায় এ মামলা করেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha