ফরিদপুরের বোয়ালমারীতে হাসেম নামের একজনের বিরুদ্ধে ১০ বছরের দুটি শিশুকে আম পাড়াকে কেন্দ্র করে তাদের শ্লীলতাহানির পরে পানিতে চুবিয়ে মেরে ফেলার ও ভুক্তভোগী পরিবারের লোকদের মারধরের অভিযোগ উঠেছে।
এ বিষয়ে ওই ভুক্তভোগী পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পেয়ে পুলিশ দু'জন আসামীকে রাতেই গ্রেফতার করেছে। গ্রেফতার কৃত আসমীরা হলেন, উপজেলার সৈয়দপুর গ্রামের হাসেম শেখ (৫০) ও তার ছেলে আকিদুল শেখ।
অভিযোগে সূত্রে জানা যায়, শিশু দুটি মঙ্গলবার দুপুরে হাসেম শেখের ক্রয়কৃত জমির পুকুরে গোসল ও অন্য জন আম পাড়তে গেলে তাদের দু'জনের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে জড়িয়ে ধরে, এবং মেরে ফেলতে পুকুরের পানিতে তাদের চুবানি দেয়।
শিশু দুটি ডাক চিৎকার দিলে স্থানীয় লোকজন এসে শিশু দুটিকে উদ্ধার করে । এ নিয়ে ওই শিশুদের দাদা ও বাবা প্রতিবাদ করতে গেলে হাসেম শেখ ও তার ছেলেরা লোকজন এনে ওই ভুক্তভোগী পরিবারের লোকদের মারধর করে। এ মারধরে গুরুত্বর আহত হোন মেয়ের চাচতো দাদা। বুধবার দুপুরে দন্ডবিধির ১৪৩/৩২৩/৩২৫/৩০৭/১১৪/৫০৬ ধারায় মামলাটি নথিভূক্ত করা হয়। মামলা নং ২।
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, অভিযোগ পেয়ে ২জন আসামীদের আটক করা হয়। আটককৃত আসামীদের বুধবার বিকেলে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha