আজকের তারিখ : মার্চ ১৫, ২০২৫, ১:৩৮ এ.এম || প্রকাশকাল : অগাস্ট ১, ২০২৩, ১:১২ পি.এম
ফরিদপুরের ভাঙ্গায় ছাত্রলীগ নেতৃবৃন্দের সাথে প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহর মতবিনিময়

ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা,পৌর এবং ১২ টি ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দের সাথে উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সবুজ মোল্লা সনেটের সভাপতিত্বে আজ মঙ্গলবার সকাল ১১ টায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক সংসদ সদস্য কাজী জাফর উল্লাহর ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা ও মতবিনিময় সভা তার নিজ বাড়ির আঙ্গিনায় অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুর রহমান মিরন, সাবেক সাধারণ সম্পাদক জনাব ফাইজুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক- মোঃ আকরামুজ্জান রাজা, ভাঙ্গা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, পৌর ছাত্রলীগের সভাপতি রায়হান মুন্সী, সাধারণ সম্পাদক রাজিবুল হাসান এবং ১২টি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।
এ সময় স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় নেতৃবৃন্দ বলেন আগষ্ট মাস বাঙ্গালী জাতির জন্য শোকের মাস। এই মাসেই বাঙালি জাতির শ্রেষ্ট সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দেশী- বিদেশি ষড়যন্ত্রকারীরা স্ব -পরিবারে হত্যা করে। আগষ্ট মাসের শোককে শক্তিতে রুপান্তর করে বিএনপি- জামায়াত চক্রের সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
অনুষ্ঠানে পরবর্তী পর্বে আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে করনীয় কর্মসূচি সম্পর্ক আলোচনা করেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha