রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় রবিবার (৩০ জুলাই) সকালে বিএডিসি কৃষি ফার্মে কর্মরত অনিয়মিত শ্রমিকদের নিয়মিত করা, দৈনিক মজুরী একহাজার টাকা করাসহ খামার শ্রমিকদের ১৩ দফা দাবি বাস্তবায়নে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। পাংশা বীজ উৎপাদন খামারের সিনিয়র সহকারী পরিচালকের (খামার) কার্যালয়ের সামনে সড়কে পাংশা উপজেলা শ্রমিক ইউনিয়ন, বিএডিসি কৃষি ফার্ম’র ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।
জানা যায়, দেশব্যাপী বিএডিসি কৃষি ফার্মের শ্রমিকদের ১৩ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি চলছে। তারই ধারাবাহিকতায় রবিবার সকাল সাড়ে ১০টার দিকে পাংশা বিএডিসি কৃষি ফার্মের ৩০-৩২জন শ্রমিক সমবেত হয়ে হয়।
পাংশা বিএডিসি কৃষি ফার্মের ওয়াচম্যান মো. মাসুদ রানা ও শ্রমিক মো. বাবলু মন্ডল মানববন্ধন কর্মসূচিতে তাদের দাবির যৌক্তিকতা তুলে ধরে বক্তব্য রাখেন। সকাল ১১টায় কর্মসূচি শেষ হয়।
কর্মসূচি শেষে শ্রমিকরা খামারের কাজে যোগ দেয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha