আজকের তারিখ : নভেম্বর ২৫, ২০২৪, ১২:২৫ পি.এম || প্রকাশকাল : জুলাই ২৯, ২০২৩, ৩:৪৬ পি.এম
৩০ জুলাই রবিবার আমতলী উপজেলা ও পৌর যুবলীগের সম্মেলনকে ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা তৈরী হয়েছে নেতা কর্মীদের মধ্যে। সভাপতি সম্পাদকের পদ পেতে তদবির লবিং চলছে দলীয় হাইকমান্ডসহ উপজেলা জেলা দলীয় নেতৃবন্দের কাছে।
সম্ভাব্য সভাপতি সম্পাদকরা ব্যানার ফেস্টুন টানিয়েছে শহরের মোড়ে মোড়ে। নেতা কর্মীদের সমর্থন পেতে চায়ের দোকান ও দলীয় কার্যালয়ে চলছে দলে দলে আড্ডা আর অপ্যায়ন। সভাপতি সম্পাদক পদে উপজেলা ও পৌর শাখায় ১৯ জন নেতা কর্মী তাদের প্রার্থী হিসেবে ঘোষনা করেছেন।
জেলা যুবলীগের সভাপতি মো.রেজাউল করিম এটম সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির ঘোষনা করা হয় ৩০ জুলাই সম্মেলনের তারিখ । যুবলীগের সম্মেলনেকে ঘীরে উপজেলায় দলীয় নেতা কর্মীদের মধ্যে উৎসাহ আর উদ্দীপনা দেখা দিয়েছে।
সভাপতি পদ প্রত্যাশীরা হলেন বর্তমান কমিটির সহ-সভাপতি প্রভাষক মো. মাহবুবুর রহমান, আমতলী পৌর যুবলীগ সভাপতি বরগুনা জেলা পরিষদের সাবেক সদস্য অ্যাড: আরিফ উল হাসান আরিফ, আমতলী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি যুবলীগ নেতা মো. সাইফুল ইসলাম বাদল প্যাদা, বর্তমান সাধারন সম্পাদক মো. জাহিদ দেওয়ান, যুবলীগ নেতা মো.আবুল কালাম আজাদ যুবলীগের সহসভাপতি সৈয়দ মো. নাজমুল হক, বর্তমান সহ-সম্পাদক ইফতেখার হাসান ফাহাদ প্রমুখ ।
সাধারন সম্পাদক পদে যারা প্রার্থীতা ঘোষণা করেছেন তারা হলেন, আমতলী পৌরসভার প্যানেল মেয়র মো. হাবিুর রহমান মীর, আমতলী উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক কাউন্সিল মো. নুরজ্জামান, বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক মো. মিরাজ হোসাইন, পৌর যুবলীগের সাধারন সম্পাদক তাইজুল ইসলাম তিঠু, আড়পাঙ্গাশিয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি কাওসার আহমেদ পপিন, বরগুনা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. জাহিদুল ইসলাম।
যুবলীগ সূত্রে জানা গেছে, ২০১৩ সালে আমতলী উপজেলা যুবলীগের ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে জি এম ওসমানী হাসানকে সভাপতি এবং মো. জাহিদ দেওয়ানকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট উপজেলা যুবলীগের কমিটি গঠিত হয়। এই কমিটির মেয়াদ ২০১৬ সালে শেষ হয়। এরপর পেরিয়ে গেছে ৭ বছর। ৩০ শে জুলাই সম্মেলনের তারিখ হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ব্যানার ফেস্টুন ছেয়ে গেছে আমতলী পৌর শহর ।
সভাপতি প্রার্থী এ্যাডভোকেট আরিফ উল হাসান বলেন, পৌর যুবলীগের সভাপতি থাকা অবস্থায় আমি আমার দায়িত্ব সঠিক ভাবে পালন করে দলকে সুসংগঠিত করার জন্য ভূমিকা রেখেছি। আশাকরি দল আমাকে সঠিক মূল্যায়ন করে সভাপতি দায়িত্ব প্রদান করবেন।
আরেক সভাপতি প্রার্থী বর্তমান সহ-সভাপতি প্রভাষক মো. মাহবুবুর রহমান বলেন, আমি ছাত্রলীগ থেকে দলের সাথে যুক্ত। দলের নিবেদিত একজন কর্মী হয়ে বিভিন্ন আন্দোলন সংগ্রাম করে এপর্যন্ত এসেছি। আমি সহ-সভাপতি হিসেবে সুন্দর ভাবে দায়িত্ব পালন করে দলকে সুসংগঠিত করেছি। আশা করি দল আমাকে মুল্যয়ন করবেন।
সভাপতি প্রার্থী বর্তমান সম্পাদক জাহিদ দেওয়ান বলেন, আমি দীর্ঘদিন ধরে যুবলীগের সম্পাদকের দায়িত্ব পালন করছি।আশা করি দলীয় হাই কমান্ড আমার কাজের মূল্যায়ন করে আমাকে সভাপতির দায়িত্ব প্রদান করবেন।
সম্পাদক প্রার্থী আমতলী পৌরসভার প্যানেল মেয়র মো. হাবিবুর রহমান মীর বলেন, যুবলীগের একজন আদর্শ নিবেদিত কর্মী হিসেবে দলকে সংগঠিত করেছি। আশা করি দল কাজের মূল্যায়ন করে আমাকে সম্পাদকের দায়িত্ব অর্পন করবেন।
আমতলী পৌর যুবলীগের সভাপতি পদে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন, বর্তমান পৌর যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক আমতলী উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি মো. নিয়াজ মোর্শেদ ইমন, বর্তমান পৌর কমিটির সহসভাপতি মো. আরিফুর রহমান, উপজেলা যুবলীগ নেতা মো. আব্দুল হালিম, পৌর ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল গাজী, ও মো. সজিব প্যাদা প্রমুখ।
পৌর যুবলীগের সাধারন সম্পাদক পদে যাদের নাম শোনা যাচ্ছে, তারা হলেন, বর্তমান কমিটির যুগ্ম সাধারন সম্পাদক মো. জহিরুল ইসলাম মামুন, যুবলীগ নেতা মো. শাহিন ও মো. ইযাহিয়া ।
পৌর যুবলী সভাপতি পদ প্রত্যাশী বর্তমান পৌর যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক আমতলী উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি মো. নিয়াজ মোর্শেদ ইমন বলেন, আমি ছাত্রলীগ থেকে দলের সাথে যুক্ত। দলের নিবেদিত একজন কর্মী হয়ে বিভিন্ন আন্দোলন সংগ্রাম করে এপর্যন্ত এসেছি। আমি পৌর যুবলীগের হিসেবে সুন্দর ভাবে দায়িত্ব পালন করে দলকে সুসংগঠিত করেছি। আশা করি দল আমাকে মুল্যয়ন করবেন।
আমতলী উপজেলা যুবলীগের সভাপতি জিএম ওসমানী হাসান বলেন, আগামী ৩০ জুলাই আমতলী উপজেলা যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে কেন্দ্রীয় যুবলীগ এবং বরগুনা জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। তিনি শান্তিপূর্ন ভাবে সম্মেলন অনুষ্ঠানের জন্য সকল নেতা কর্মীর সহযোগিতা কামনা করেন।
বরগুনা জেলা যুবলীগের সভাপতি মো.রেজাউল করিম এটম বলেন, আগামী ৩০ জুলাই আমতলী উপজেলা যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক দায়িত্বে প্রাপ্ত নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha