প্যারিসের স্তা ক্রিকেট একাডেমীর আমন্ত্রণে ফ্রান্সে এসে ক্রিকেট প্রেমী প্রবাসীদের ভালবাসায় আবেগাপ্লুহ হন জাতীয় দলের এক সময়ের সুপার হিট আশরাফুল। এ সফরে একটি ক্রিকেট ট্যুর্নামেন্টে অংশগ্রহন শেষে সিলেট ফাইটার্স ক্রিকেট ক্লাবের ৪ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে চমকে দেন কমিউনিটিকে।
সিলেট ফাইটার্সের ৪র্থ বর্ষপূর্তি অনুষ্ঠানে ফ্রান্সের আরো প্রায় ২০ টি ক্রিকেট ক্লাবের প্রতিনিধিদের উপস্থিতিতে বক্তব্য রাখেন আশরাফুল। ম্যাচ ও অনুষ্ঠানে ক্রিকেটপ্রেমীরা যার পর নাই উচ্ছাস ও আনন্দ প্রকাশ করেন। বক্তব্য দিতে গিয়ে প্রবাসী ক্রিকেটারদের প্রদর্শিত সম্মান ও ভালবাসার কথা উল্লেখ করে অনেকটাই আবেগে আপ্লুত হয়ে পড়ে আশরাফুল।
তিনি বলেন, ফ্রান্সের মত দেশে বাংলাদেশী ক্রিকেট এত দারুন প্রভাব বিস্তার করছে তা সত্যিই প্রশংসার যোগ্য। অনেক দেশ ঘুরলেও তুলনামূলক ফ্রান্সের ক্রিকেটপ্রেমীদের ভালবাসা তাকে অবিশ্বাস্য মাত্র্য মুগ্ধ করেছে বলেও উল্লেখ করেন তিনি।
সময় টেলিভিশনের ব্যুরো চিফ জ্যেষ্ঠ সাংবাদিক লুৎফুর রহমান বাবুর পরিচালনায় এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিউনিটি নেতা সালেহ আহমদ চৌধুরী।
প্রথমে সিলেট ফাইটার্স ক্লাবের পক্ষ থেকে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করেন ক্লাবের অধিনায়ক সেলিম আহমেদ। ক্লাবের প্রেসিডেন্ট আদনান আহমেদ এর হাত থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহন করেন আশরাফুল।
এ সময় বক্তব্য রাখেন কমিউনিটির প্রান-পুরুষ ব্যবসায়ী নেতা ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরাম এর সভাপতি সাত্তার আলী সুমন, কাউন্সিলর রাব্বানী খান, লিগ্যাল এইড এর পরিচালক আজাদ মিয়া, বাংলাদেশ ফার্নিচার এর সত্ত্বাধিকারী সেলিম মিয়া, সেন্ট দেনিস সুপার মাখসের পরিচালক আবদুল বাসিত, বাংলাদেশ মানবাধিকার কমিশন ফ্রান্সের সহ সভাপতি মাহবুবুল হক কয়েছ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha