আজকের তারিখ : নভেম্বর ২৭, ২০২৪, ১১:১৩ পি.এম || প্রকাশকাল : জুলাই ২৬, ২০২৩, ৮:৪৭ পি.এম
ফাঁকা বিএনপির কার্যালয়, সামনে শুধু পুলিশ
আগামী কাল বৃহস্পতিবার রাজধানীতে মহাসমাবেশের ডাক দিয়েছে বিএনপি। মহাসমাবেশের আগের দিন (বুধবার) বিকেলে হঠাৎ করেই ফাঁকা হয়ে গেছে দলটির কেন্দ্রীয় কার্যালয়।যেসব নেতাকর্মী এসেছিলেন, তারা দ্রুত কার্যালয় ছেড়ে চলে যান। শুধু কার্যালয়ের ভেতরেই নয়, মহাসমাবেশে যোগ দিতে আসা নেতাকর্মীদেরকেও নয়াপল্টন ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে দলের শীর্ষ পর্যায় থেকে।
তবে বিকেল থেকেই নয়াপল্টন বিএনপির দলীয় কার্যালয়ের সামনে শত শত পুলিশ অবস্থান দেখা গেছে। জনদুর্ভোগ এবং কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্যই পুলিশের এই কঠোর অবস্থান বলে জানানো হয়েছে।বিকেলে কার্যালয়ের সামনে নেতা–কর্মীরা জড়ো হচ্ছিলেন। হঠাৎ করেই ফাঁকা হয়ে পড়ে এলাকা।
এ ছাড়া দলের কার্যালয়ের আশপাশের দোকানপাটগুলো বন্ধ থাকতে দেখা গেছে।পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন বলেন, যেহেতু বিএনপিকে নয়াপল্টনে মহাসমাবেশের অনুমতি দেওয়া হয়নি, তাই নিরাপত্তা জোরদার করা হয়েছে, যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়।বিএনপি কোথায় সমাবেশ করবে, সে বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত জানায়নি। তবে, রাতে এ বিষয়ে দলের গুলশান কার্যালয়ে এ সংক্রান্ত সংবাদ সম্মেলন হতে পারে বলে জানা গেছে।
এদিকে বিকেল সাড়ে চারটায় দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে ব্রিফ করার কথা ছিলো বিএনপির নেতাকর্মীদের। তবে কোনও কারণবশত নেতাকর্মীরা এখানে ব্রিফ করবেন না বলে জানিয়েছেন এবং রাত সাড়ে ৮টায় গুলশান কার্যালয়ে আগামীকালের সমাবেশ নিয়ে কথা বলবেন সাংবাদিকদের সঙ্গে।এদিকে পুলিশের পরামর্শে গোলাপবাগ মাঠে মহাসমাবেশ করবে না বিএনপি। তারা নয়াপল্টনে বিএনপি অফিসের সামনে কিংবা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চায়। প্রয়োজনে বিএনপি শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন সমাবেশ করতে রাজি আছে।
নাম প্রকাশে না করা শর্তে এক নেতা বলেন, বৈঠক থেকে পুলিশ কমিশনারকে বিএনপি তাদের সিদ্ধান্ত জানিয়েছে। কর্মদিবসে সমাবেশ নিয়ে পুলিশের আপত্তি থাকায় বিএনপি শুক্রবার সমাবেশ করতে রাজি আছে বলে পুলিশকে জানায়। পুলিশ বিএনপিকে জানিয়েছে, তারা বৈঠক করে বিএনপিকে তাদের সিদ্ধান্ত জানাবে। এরপর রাত সাড়ে ৮টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি সংবাদ সম্মেলন করবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha