বঙ্গবন্ধুও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের বোয়াল খালী উপজেলারন ইউনিয়ন পর্যায়ের ফাইনাল খেলা গতকাল চরনদ্বীপ আব্বাসিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে অনুষ্ঠিত হয়। ফাইনালে ঘাটিয়াল পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ২–১ গোলে আব্বাসিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে ইউনিয়ন পর্যায়ে চ্যাম্পিয়ন হয় ।
ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ট্রফি তুলে দেন বোয়াল খালী উপজেলা আওয়ামীলীগের নেতা শিক্ষানুরাগী মোস্তাফা কামাল । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চরনদ্বীপ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জি এম বাব্র চৌধুরী ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চরনদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সামসুল আলম, সাবের আহমদ রিজভী, মোবারক হোসেন,সাহাব উদ্দিন সাজু খান, মোঃ নেজাম মেম্বারসহ ইউনিয়নের বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকাবৃন্দরা ।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।