আজকের তারিখ : এপ্রিল ৪, ২০২৫, ৯:৪০ পি.এম || প্রকাশকাল : জুলাই ২৬, ২০২৩, ২:১৭ পি.এম
নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ও মশা নিধন অভিযান পরিচালিত

নরসিংদী পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ, লিফলেট বিতরণ ও মশা নিধনে, ওষুধ স্প্রে করা হয়েছে। গতকাল ( ২৫ জুলাই ) সকালে নরসিংদী পৌরসভার কাউরিয়াপাড়া লঞ্চঘাট এলাকায়, এই কর্মসূচিতে অংশ গ্রহণ করেন।
নরসিংদী মাননীয় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান, নরসিংদী পৌর মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ আমজাদ হোসেন বাচ্চু, নরসিংদী জেলা মৎস্য অফিসার বেলাল হোসেন, নরসিংদী সদর উপজেলা সিনিয়র, মৎস্য অফিসার ইসফাত আরা মিশু, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বিলকিছ বেগম, নরসিংদী শহর আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম স্বপন, নরসিংদী পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র নুর মোহাম্মদ খন্দকার পারভেজ, নরসিংদী পৌর কাউন্সিলর মোজাম্মেল হক, নরসিংদী পৌর কাউন্সিলর জহিরুল ইসলাম, নরসিংদী পৌর কাউন্সিলর আজিজুর রহমান, নরসিংদী পৌর কাউন্সিলর সাইফুল ইসলাম বাবু প্রমুখ, আরো অনেক নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha