আজকের তারিখ : জুলাই ১৪, ২০২৫, ৩:৩১ এ.এম || প্রকাশকাল : জুলাই ২৬, ২০২৩, ১২:৪২ পি.এম
মাগুরা ও শ্রীপুরে পুলিশের অভিযানে ইয়াবা ও গাজা ব্যবসায়ী আটক ৩
মাদকের বিরুদ্ধে মাগুরা জেলা পুলিশ সুপার মোঃ মশিউদ্দৌলা রেজা এর জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে মাগুরা সদর থানার এসআই (নিঃ) মোঃ আরিফুল ইসলাম, এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে।
সোমবার ২৪ জুলাই রাত অনুমান ১১.৩৫ টার সময় মাগুরা সদর থানাধীন আদর্শ কলেজপাড়া এলাকা হতে ২০০ (দুইশত) পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদকব্যবসায়ী ১। পলাশ হোসেন (২২), পিতা-নুর মিয়া লস্কর ,স্থায়ী: গ্রাম- আমুড়িয়া (পশ্চিমপাড়া) , থানা- মাগুরা সদর, জেলা -মাগুরা, ২। মো: নাঈম শেখ(২৩), পিতা-মো: বাদল শেখ , গ্রাম- আদর্শ পাড়া , থানা- মাগুরা সদর, জেলা -মাগুরাকে গ্রেফতার করা হয়।
এ সংক্রান্তে মাগুরা সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮-এ মামলা করা হয়।
মাগুরা শ্রীপুরে ৩ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক, মাগুরা শ্রীপুর থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে সোমবার ২৪ জুলাই রাত অনুমান ৮.৩০ টার সময় নাকোল ইউনিয়নের মাঝাইল মান্দারতলা গ্রামের ওপায়দা বাজার এলাকায় চেকপোস্ট পরিচালনা করা হয়। কুষ্টিয়া টু বরিশালগামী ইমন পরিবহণ থেকে ৩ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী মনিরুল ইসলাম (৪২), পিতা- আমিনুদ্দিন ঢালী, সাং- দক্ষিন কাটদাও, থানা-মিরপুর, জেলা কুষ্টিয়া কে গ্রেফতার করা হয়।
মাগুরা জেলা পুলিশ সুপার মোঃ মশিউদ্দৌলা রেজা, পিপিএম(বার) মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করে মাদক উদ্ধারে ব্যাপক অভিযান পরিচালনার নির্দেশ প্রদান করেন। এরই ধারাবাহিকতায় মাগুরার শ্রীপুর থানার ওফিসার ইনচার্জ কাঞ্চন এর তত্বাবধানে এসআই(নিঃ) শরিফুল ইসলাম এর নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করে ৩ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী মনিরুল ইসলামকে গ্রেফতার করে। মনিরুলকে জিজ্ঞাসাবাদে জানা যায় সে দীর্ঘদিন ধরে কুষ্টিয়া এলাকা থেকে মাদক নিয়ে দেশের বিভিন্ন স্থানে পাচার করে আসছে।
এই সংক্রান্তে শ্রীপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮-এ মামলা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha