আজকের তারিখ : মে ১৩, ২০২৫, ৩:৫৪ এ.এম || প্রকাশকাল : জুলাই ২৫, ২০২৩, ৩:৫৬ পি.এম
হাতিয়াতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ পালিত

"নিরাপদ মাছে ভরবো দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ" এই প্রতিপাদ্য বিষয় নিয়ে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩। যা গতকাল ২৪ জুলাই থেকে শুরু হয়ে চলবে ৩০ জুলাই পর্যন্ত।
জাতীয় কর্মসূচির সাথে মিল রেখে সপ্তাহের দ্বিতীয় দিন আজ মঙ্গলবার (২৫ জুলাই) সকালে নোয়াখালীর হাতিয়া উপজেলার প্রধান সড়কে র্যালি শেষে পরিষদ হলরুমে এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন, উপজেলা পরিষদ প্যানেল-১ চেয়ারম্যান মমতাজ বেগম লাভলী। এছাড়াও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আমির হোসেন, বিসিজি দক্ষিণ জোন হাতিয়া স্টেশান কমান্ডার মোঃ ফিরোজ্জামান, উপজেলা ফিশারিজ কর্মকর্তা আশারুল ইসলাম সহ পেশাজীবি মৎস্য উৎপাদনকারী মহিউদ্দিন মেম্বার বক্তব্য প্রদান করেন।
বক্তারা নিরাপদ মাছ চাষ ও আমিষের অভাব দূরীকরণে গুরুত্বারোপ করে বলেন- আমরা মাছ শুধু নিজেরা খাবোনা বিদেশেও রপ্তানি করবো, কেননা কৃষি এবং শিল্পের পাশাপাশি মৎস্য রপ্তানি করেও আমরা বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকি। সে ক্ষেত্রে মাছ চাষে ক্ষতিকর খাদ্য ব্যবহারেও সতর্ক থাকার পরামর্শ দেন বক্তারা। তাছাড়া নদীতে মৎস্য প্রজননকালীন সময়ে মাছ শিকার হতে বিরত থাকতেও বলা হয় মৎস্যজীবিদেরকে। এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কায়সার খসরু সহ উপস্থিত সকলকে মিলে পোনামাছ অবমুক্ত করেন।
এদিকে আলোচনা সভার মাঝে কয়েকজন মৎস্যজীবি তাদের মতামত তুলে ধরে বলেন, গতকাল থেকে মৎস্য আহরণ নিষিদ্ধের সময় পার হলেও তাদের জালে মাছ ধরা পড়ছেনা। এতে কষ্টে তাদের সময় পার হচ্ছে বলে উল্লেখ করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ গোলাম সারওয়ার এর সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ আলোচনা সভা শেষে পেশাজীবি মৎস্য উৎপাদনকারী মহিউদ্দিন মেম্বার ও রাশেদ মেম্বারকে সম্মাননা ক্রেস্ট পুরস্কার দেওয়া হয় ।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha