আজকের তারিখ : মার্চ ১৫, ২০২৫, ১১:২৪ এ.এম || প্রকাশকাল : জুলাই ২৪, ২০২৩, ১০:৩৪ এ.এম
ফরিদপুরে পালিত হল গঙ্গাজল অর্পণ অনুষ্ঠান

ফরিদপুরে পালিত হল হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব গঙ্গাজল অর্পণ অনুষ্ঠান।
এ উপলক্ষে সোমবার দিবাগত রাত হতে সকাল ৯ টা পর্যন্ত ফরিদপুর শহরের সিএনবি ঘাট পদ্মা নদী, এবং পার্শ্ববর্তী কুমার নদী হতে ভক্ত বৃন্দ গঙ্গাজল সংগ্রহ করে মহাদেবের মাথায় গঙ্গাজল অর্পণ করে। এদিকে উপলক্ষে শহরের একাধিক মন্দিরে গঙ্গাজল অর্পণ অনুষ্ঠিত হয়। এতে উল্লেখযোগ্য সংখ্যক ভক্তবৃন্দ উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
এ উপলক্ষে শহরের নিলটুলি কালী মন্দির, কৈলাশ শিব মন্দির, চকবাজার, গৌড় গোপাল আঙ্গিনা শিব মন্দির, মদন গোপাল আঙ্গিনা শিব মন্দির , নন্দালয়ে ভক্তবৃন্দ গঙ্গাজল অর্পণ করে। এছাড়াও লক্ষী নারায়ন মন্দির ও বাগানবাড়ি শিব মন্দিরেও গঙ্গাজল অর্পণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিকেলে এ উপলক্ষে শহরের কৈলাস ধাম মন্দিরের সামনে এক ধর্মীয় অনুষ্ঠান এর আয়োজন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha