আজকের তারিখ : জুলাই ১৭, ২০২৫, ১১:৪৯ এ.এম || প্রকাশকাল : জুলাই ২৩, ২০২৩, ৭:৪৭ পি.এম
মাগুরায় জাতীয় পাবলিক সার্ভিস দিবসে বর্ণাঢ্য র্যালি

সবার আগে সুশাসন, জনসেবায় উদ্ভাবন, এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে মাগুরা জেলায় জাতীয় পাবলিক সার্ভিস দিবস ২০২৩ ও বর্ণাঢ্য র্যালি উদযাপিত হয়।
রবিবার ২৩ জুলাই সকাল ৯.৩০ টার সময় মাগুরা জেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। র্যালিতে উপস্থিত ছিলেন, মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ।
এছাড়াও, জেলা পর্যায়ের বিভিন্নং সরকারি দপ্তরসমূহের প্রধানগণও উপস্থিত ছিলেন, তাদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কলিমুল্লাহ, জেলা কমান্ড্যান্ট শুভ্র চৌধুরী, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ তারিফ উল হাসান সহ প্রমুখ।
র্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ 'চাঁদের হাট' এ একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন, মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ।
আলোচনা সভায় মাগুরা জেলার সরকারি দপ্তরের দপ্তরপ্রধানগণ বক্তব্য রাখেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ বলেন, দিবসটির প্রতিপাদ্য বিশেষ করে সুশাসন ও উদ্ভাবনের উপর জোর দেন। তিনি বলেন যে, সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হলে সুশাসনের পাশাপাশি উদ্ভাবনের উপরও গুরুত্ব দিতে হবে। তিনি উপস্থিত সকলের প্রতি আহবান রেখে বলেন যে, সেবা প্রদান আরও সহজীকরণ করতে উদ্ভাবনীমূলক কাজে সকলকে মনোনিবেশ করতে হবে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha