ফরিদপুরের সালথা সদর বাজারে গভীর রাতে একটি মুদি দোকানে অগ্নিকান্ডে মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (২১ জুলাই) দিবাগত রাত আড়াই টার দিকে এ অগ্নিকান্ড ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন প্রত্যক্ষদর্শীরা। মূহুর্তে মধ্যে আগুনের লেলিহানশিখা ছড়িয়ে পড়ে। এঘটনায় কেউ হতাহত হয়নি। বাজারের পুরুরা রোডে কয়েকবছর আগে ওই দোকান শুরু করেন জিহাদুল ইসলাম নামে এক ব্যবসায়ী। তিনি পাইকারী ও খুচরা মুদি মালামাল বিক্রি করেন তিনি।
ক্ষতিগ্রস্ত দোকান মালিক জিহাদুলের ভাই উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ তাজুল ইসলাম জানান, শুক্রবার বেচাকেনা শেষ করে রাত ১১টার দিকে তার ভাই দোকান বন্ধ করেন। এর আগে বিদ্যুতের লাইন ও সুইচ ভালোভাবে চেক করে বন্ধ করে বাসায় চলে যান। বাসায় যাওয়ার পর রাত আড়াই টার দিকে লোকজনের হৈচৈ শুনে বের হয়ে এসে দেখেন তার ভাইয়ের দোকান আগুনে পুড়ছে। আগুনের এ ঘটনায় তাদের ১৫ থেকে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তার দাবী। আগুন কি ভাবে লেগেছে এই কথা জানতে চাইলে তিনি জানান, দোকানের ভিতর থেকে আগুন লেগেছে কিন্তু আগুনের মূল সুত্রপাতের কারণ বলতে পারেন নি।
সালথা ফায়ার সার্ভিসের স্টেশন লিডার দেলোয়ার হোসেন বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বিদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111