"সোনায় বিনিয়োগ, ভবিষ্যতের সঞ্চয়" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এর ৫৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বোয়ালমারীতে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ জুলাই) বিকাল ৫টায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) বোয়ালমারী উপজেলার শাখার আয়োজনে উপজেলার আহবায়ক কমিটির সভাপতি শ্যামল কুমার বনিকের সভাপতিত্বে ও আহবায়ক কমিটির সদস্য শ্রী মদন কুমার দাসের সঞ্চালনায় বোয়ালমারী স্বর্নকারপট্টির কার্যালয় হতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রাটি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবারও স্বর্নকারপট্টির কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভাস্থলে গিয়ে মিলিত হয়।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রী অগ্নি কুমার দে, শ্রী দূর্গা দাস মৈত্র, শ্রী বাসুদেব কুমার সাহ, শ্রী সুমন কুমার বনিক, শ্রী পলাশ কর্মকার, শ্রী সুমন পাল, শ্রী নিশিত পাল, মো:শাহনেওয়াজ, মো:তারিকুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আমরা সকলে একতাবদ্ধ হয়েছি স্বর্ণব্যবসার স্বার্থে। এছাড়া বাজুস দীর্ঘদিন ধরেই মানুষের আস্থা আর ভালোবাসা ধওে রেখে সংগঠনটি আজ ৫৮ বছরে পা রাখলো। দীর্ঘ এই পথ চলায় সঙ্গী হতে পেরে আমরাও আনন্দিত। আগামী দিনগুলোতেও গ্রাহকদের বিশ্বাস ও আস্থা ধরে রেখেই এগিয়ে যেতে চাই।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha