আজকের তারিখ : মে ১৫, ২০২৫, ৮:৩৭ এ.এম || প্রকাশকাল : জুলাই ১৬, ২০২৩, ৬:১১ পি.এম
ফরিদপুরের বোয়ালমারীর কৃষক কুদ্দুস হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড

ফরিদপুরের কৃষক আঃ কুদ্দুস শেখ হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
আজ রবিবার বেলা আড়াই টায় ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এর প্রথম আদালতের বিচারক অশোক কুমার দত্ত এই রায় দেন। এসময় সকল আসামী আদালতে উপস্থিত ছিলো।
দণ্ড প্রাপ্ত আসামীরা হলেন, এমদাদুল শেখ (৪৪), মিরাজ শেখ (৩২), এরশাদ সিকদার (৩৪), জব্বার সিকদার (৪৯)। এরা প্রত্যেকেই জেলার বোয়ালমারী উপজেলার কুন্ডু রামদিয়া গ্রামের বাসিন্দা।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০০৯ সালের ৯ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৮টায় ফরিদপুর জেলার বোয়ালামারী উপজলার কুন্ডু রামদিয়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশীরা নিহত আঃ কুদ্দুস শেখসহ তার পরিবারের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। সেই হামলায় কুদ্দুস শেখ সহ আহত ৪ জনকে কুপিয়ে আহত করে হামলাকারীরা। তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গুরুত্বর আহত কুদ্দুস কে রেফার্ড করা হলে ঢাকায় নেয়ার পথে তিনি মারা যায়। পরে নিহতের ছেলে জাকির হোসেন বাদী হয়ে ৮জনের নাম উল্লেখ করে বোয়ালামরী থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
অতিরিক্ত জেলা ও দায়রা জজ এর ১ম আদালতের পাবলিক প্রসিকিউটর(পিপি) মোঃ নবাব আলী মৃধা জানান, এই ঘটানায় বোয়ালামারী থানা পুলিশের তদন্ত শেষে এই ঘটনায় ৫ জনকে আসামী করে আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘ স্বাক্ষ্য প্রমান শেষে পেনাল কোডের ১৮৬০ এর ৩০২ ধারাসহ ৩৪ ধারাতে অভিযুক্ত ৪ আসামীকে যাবজ্জীবন কারাদন্ড ও ২০ হাজার টাকা অর্থদন্ড এবং অনাদায়ে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয় আদালত। এছাড়া ইলিযাস নামের এক আসামী কে ২ বছরের কারাদন্ড ও ৫০০০ টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয় আদালত।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha