আজকের তারিখ : এপ্রিল ২৫, ২০২৫, ১০:০৩ এ.এম || প্রকাশকাল : জুলাই ১৫, ২০২৩, ৫:৩১ পি.এম
মাগুরায় নবনির্মিত শ্রীপুর ভূমি অফিসের কাজের শুভ উদ্বোধন

মাগুরা শ্রীপুর উপজেলায় নবনির্মিত উপজেলা ভূমি অফিসের গোলঘর, মোটরসাইকেল গ্যারেজ ও পার্কিং প্লেস এর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক, মাগুরা মোহাম্মদ আবু নাসের বেগ।
শনিবার ১৫ জুলাই উপজেলা ভূমি অফিস, শ্রীপুর মাগুরার নবনির্মিত ভূমি অফিসের ইনটেরিয়র কাজেরও শুভ উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন কমলেশ মজুমদার, উপজেলা নির্বাহী অফিসার, শ্রীপুর, শ্যামানন্দ কুন্ডু, সহকারী কমিশনার (ভূমি), শ্রীপুর, ড. মুসাফির নজরুল, সভাপতি, শ্রীপুর প্রেস ক্লাব, বীর মুক্তিযোদ্ধা মো: ইকরাম আলী, সাবেক মুক্তিযোদ্ধা কমাণ্ডার, শ্রীপুর সহ প্রমুখ।
উদ্বোধন শেষে জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ নবনির্মিত উপজেলা ভূমি অফিসটি পরিদর্শন করেন এবং অফিসটির সার্বিক সাফল্য কামনায় দোয়া কামনা করেন। পরবর্তীতে, জেলা প্রশাসক উপজেলা ভূমি অফিসের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
এছাড়াও, জেলা প্রশাসক নিজ হাতে উপজেলা ভূমি অফিস চত্ত্বরে একটি আমগাছ, একটি বকুল গাছ ও একটি জলপাই গাছের চারা রোপণ করেন।
উল্লেখ্য যে, নবনির্মিত এই ভূমি অফিসটিসহ সারাদেশব্যাপী ১২৯ টি ভূমি অফিস গত ৮ সেপ্টেম্বর ২০২১ তারিখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha