‘মাদককে না বলুন, খেলাকে ভালোবাসুন’ স্লোগান কে সাম্পনে রেখে দেশের যুবক থেকে শুরু করে সব শ্রেনী মানুষের সম্প্রীতি ও সম্পর্কের বন্ধন অটুট রাখতে ঈশ্বরদীতে এই প্রথম ব্যতিক্রম এক উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ জুলাই) বিকাল ৫ টার দিকে উপজেলার গোকুলনগর মিশন মাঠে এ ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
যুব সমাজের উদ্যেগে আয়োজিত ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল খেলায় ট্রাইবেকারে পিকে স্পোর্টিং ক্লাব মাজদিয়া ২-১ গোলে গোকুলনগর শিশির হার্ড স্পোটিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।খেলা শেষে সর্বোচ্চ গোলদাতাকে একটি ঘোড়া উপহার দেওয়া হয়। বিজয়ী দল মাঝদিয়ার পিকে স্পোর্টিং ক্লাবের অধিনায়ক মোহাম্মদ রেজওয়ান হাতে ঘোড়া উপহার তুলে নেন। পরে অতিথিরা বিজয়ী দলের হাতে ২৪ ইঞ্চি ডিজিটাল এলইডি মনিটর ও রানার্স আপ দলে ১৮ ইঞ্চি এলইডি মনিটর তুলে দেন।ব্যাতিক্রম এ খেলা দেখতে হাজার হাজার দর্শক ভিড় জমান।
১ নং সাঁড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জমশেদ আলী সরকারের সভাপতিত্বে ও বাংলাদেশ বেতার রাজশাহী শাখার ক্রীড়া বিশ্লেষক আইনুল ইসলামের সঞ্চালনায় এ টুর্ণামেন্ট অনুষ্ঠানে পৃষ্ঠপোষক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বাস ফাউন্ডেশনের চেয়ারম্যান ও যুবনেতা তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস ও তার সহধর্মিণী উপজেলা যুব মহিলালীগের যুগ্ম সাধারন সম্পাদক নাহিদা মুন্তাসির। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাঁড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি আব্দুর রশিদ,ঈশ্বরদী পৌর ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক যুবলীগ নেতা আমজাদ হোসেন অবুজ।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল অফিসার ডাক্তার সজিব হোসেন,ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস জাহিদ হাসান, সাঁড়া ইউনিয়ন আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ইখলাছুর রহমান বাবু, সাঁড়া ইউনিয়ন মহিলা সংরক্ষিত আসনের নারী সদস্য চায়না বেগম যুবলীগ ছাত্রলীগ সহ প্রমুখ।
ব্যতিক্রমী এ টুর্নামেন্ট খেলাকে নিয়ে প্রধান অতিথি তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস বলেন, পাবনা-৪ আসনের সাংসদ মুজিব বাহিনীর এ অঞ্চলের আঞ্চলিক প্রধান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাসের নির্দেশনায় ঈশ্বরদীতে এই প্রথম এমন ব্যাতিক্রম উদ্যেগে মাদকবিরোধী ফুটবল টূর্ণামেন্ট খেলা অনুষ্ঠিত হচ্ছে। আমি ছোট থেকেই খেলাধুলাকে ভালোবাসি। যুবকদের আয়োজনে এ ভিন্নরকম খেলায় আসতে পেরে বেশ আনন্দিত। এই প্রথম দেখলাম যে বিজয়ী দলের সর্বোচ্চ গোলদাতাকে ঘোড়া উপহার দেওয়া হচ্ছে।
এরকম ভিন্ন রকম খেলার জন্য সার্বিক সহযোগিতা থাকবে আমার।জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা দর্শকরা জানান,ব্যাতিক্রমী একটি ফুটবলা খেলা দেখলাম।খুবি ভালো লেগেছে সুন্দর একটি আয়োজন দেখে। যে খেলায় ব্যাতিক্রম উপহার রাখা হয়েছে।সর্বোচ্চো গোলদাতা কে ঘোড়া উপহার দেয়া হলো।এরকম খেলার আর ও বেশি আয়োজন করলে দেশের তরুণ, যুবকরা মাদক ও মোবাইলে ডিজিটাল গেম থেকে বেড় হয়ে আসবে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।