আজকের তারিখ : নভেম্বর ২২, ২০২৪, ১১:১৮ পি.এম || প্রকাশকাল : জুলাই ১২, ২০২৩, ২:১৭ পি.এম
মাগুরায় আধুনিক শিশু পরিবার ব্যবস্থাপনায় শীর্ষক করণীয় সেমিনার অনুষ্ঠিত
শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে, মাগুরায় আধুনিক শিশু পরিবার ব্যবস্থাপনায় কর্মকর্তা, কর্মচারী ও নিবাসীদের করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
গত মঙ্গলবার ১১ জুলাই সরকারি শিশু পরিবার (বালিকা) মাগুরা সভাকক্ষে সরকারি শিশু পরিবার বালিকা মাগুরা এর আয়োজনে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আধুনিক শিশু পরিবার ব্যবস্থাপনা অনুষ্ঠানে প্রধান অতিথির আসনে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, মাগুরা মোহাম্মদ আবু নাসের বেগ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো: আশাদুল ইসলাম, উপপরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, মাগুরা।
জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ এসময় সরকারি শিশু পরিবার (বালিকা), মাগুরার শিশুদের সাথে মতবিনিময় করেন এবং তাদের পড়াশোনা ও সার্বিক বিষয়ে খোঁজখবর নেন।
উল্লেখযোগ্য বিষয় হলো, সরকারি শিশু পরিবার (বালিকা), মাগুরার নিচতলায় অবস্থিত সভাকক্ষ ও ডাইনিং হলে ২২ টি সিলিং ফ্যান প্রদান করেন জেলা প্রশাসক, মাগুরা মোহাম্মদ আবু নাসের বেগ। এছাড়াও, তিনি সভাকক্ষে একটি পূর্ণাঙ্গ সাউন্ড সিস্টেম সংযোজন করে দেন যা ইতিপূর্বে ছিলনা।
আনন্দ ও গর্বের বিষয় এই যে, সরকারি শিশু পরিবার (বালিকা), মাগুরা এর সদস্য শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থী মরিয়ম খাতুনের আঁকা ছবি 'শুভ নববর্ষ ১৪৩০' ও 'পবিত্র ঈদুল ফিতর ২০২৩' এ মাননীয় প্রধানমন্ত্রীর শুভেচ্ছা কার্ডে ব্যবহৃত হওয়ায় এই ছবির সম্মানী হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে তাকে এককালীন ১ লাখ টাকা প্রদান করা হয়েছে যার চেক পরবর্তী সময়ে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে সংগ্রহ করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha