আজকের তারিখ : নভেম্বর ২৭, ২০২৪, ৮:৩৩ পি.এম || প্রকাশকাল : জুলাই ১২, ২০২৩, ১২:৫৯ পি.এম
অপরাধ, গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে প্রতিরোধমূলক পুলিশি ব্যবস্থাপনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
দীর্ঘদিন যাবৎ মাগুরা সদর থানাধীন জগদল ইউনিয়নের জাগলা বাজার ও আশপাশের এলাকায় বিবাদমান দুই গ্রুপের মধ্যে সামাজিক আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। এই দুই পক্ষের মধ্যে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য ও উক্ত এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রেঞ্জ অফিস খুলনার নির্দেশে।
মাগুরা জেলার মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ মশিউদ্দৌলা রেজা পিপিএম (বার), মহোদয়ের এর তত্ত্বাবধানে অদ্য ১১/০৭/২০২৩ খ্রি: সকাল ১১.০০ ঘটিকায় জাগলা বাজার প্রাঙ্গণে অপরাধ ,গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে প্রতিরোধমূলক পুলিশি ব্যবস্থাপনা শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় এলাকার বিবাদমান দুই গ্রুপের সদস্য, স্থানীয় নেতৃবৃন্দ, মাগুরা জেলা পুলিশ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত হন। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মাগুরা জনাব মোহাম্মদ মশিউদ্দৌলা রেজা পিপিএম(বার)।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ রিয়াজুল ইসলাম পুলিশ সুপার রেঞ্জ অফিস খুলনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শুভ্র চৌধুরী জেলা কমান্ডেন্ট আনসার ও ভিডিপি মাগুরা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মো: কলিমুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব দেবাশীষ কর্মকার, মাগুরা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ সাদ্দাম হোসেন, অফিসার ইনচার্জ সদর থানা জনাব সেকেন্দার আলী । জগদল, মঘী, রাঘবদাইর, চাউলিয়া ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।
এই আলোচনা সভায় বিবাদমান দুই পক্ষের সদস্যরা এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে অবস্থান নেওয়ার ব্যাপারে অঙ্গীকারাবদ্ধ হয়। এ সময় তারা আরো অঙ্গীকার করে যে ভবিষ্যতে তারা এলাকার আইন-শৃঙ্খলা পরিপন্থী কোন কাজের সাথে নিজেদের সম্পৃক্ত করবে না। তাদের যেকোনো ধরনের বিরোধ কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে পুলিশের সহায়তা নিয়ে শান্তিপূর্ণ সমাধান করবে।
সবশেষে উপস্থিত জনসাধারণ এলাকায় শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠায়, পুলিশকে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করার অঙ্গীকার ব্যক্ত করার মাধ্যমে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha