আজকের তারিখ : নভেম্বর ২৩, ২০২৪, ৮:৪৩ এ.এম || প্রকাশকাল : জুলাই ১২, ২০২৩, ৪:০৮ পি.এম
চাটমোহরে তিন লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস
দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বুধবার (১২ জুলাই) পাবনার চাটমোহরে প্রায় তিন লক্ষাধিক টাকার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা মৎস অফিস।
মৎস অফিস সূত্রে জানা গেছে, নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে বুধবার উপজেলা মৎস কর্মকর্তা আব্দুল মতিনের নের্তত্বে অভিযান পরিচালনা হয়। এ অভিযান চলাকালে পার্শ্বডাঙ্গা ইউনিয়নের ডিকশীর বিল থেকে প্রায় তিন লক্ষাধিক টাকা মূল্যমানের কারেন্ট জাল ও চায়না দুয়ারী জাল জব্দ করা হয়।
পরে জব্দকৃত জাল উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এসময় শরৎগঞ্জ ফাঁড়ি পুলিশের ইনচার্জ মাহমুদুন নবী, খামার ব্যবস্থাপক আব্দুল খালেক সহ অন্যনরা উপস্থিত ছিলেন।
সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা আব্দুল মতিন জানান, ১৯৫০ সালের মৎস সুরক্ষা ও সংরক্ষণ আইনে ডিকসির বিল থেকে প্রায় ৩ লক্ষধীক টাকা সমমূল্যের কারেন্ট ও চায়না দুয়ারি জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকেবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha