দৌলতপুরের সেন্টু আলী ওরফে বাটুল (৩৮) নামে এক বীর মুক্তিযোদ্ধার সন্তানকে হত্যা মামলার প্রধান অভিযুক্ত ইউপি সদস্যসহ ২ জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার (৭ জুলাই) বেলা ১২টায় র্যাব কার্যালয়ে প্রেস ব্রিফিং-এ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছে র্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান।
গ্রেপ্তাররা হলেন- মামলার ১ নম্বর আসামি মো. মিজানুর রহমান (৫৩) ও তার ছোট ভাই ২ নম্বর আসামি ইউপি সদস্য মো. হাসিবুর রহমান (৪৭) কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান গ্রামের মৃত রওশন জালালের ছেলে।
র্যাব সূত্র জানায়, র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় র্যাব-১২ এর সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্প ও র্যাব-৪ এর সিপিসি-১ মিরপুর ক্যাম্পের যৌথ অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৬ জুলাই) বিকেল সাড়ে ৩টায় ঢাকার মিরপুর পাইকপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামিরা সেন্টু আলী ওরফে বাটুল হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে র্যাব সূত্র জানিয়েছে। পরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
হত্যাকাণ্ডে ঘটনায় নিহতের পিতা মুক্তিযোদ্ধা মো. ইসমাইল হোসেন বাদী হয়ে ২৩ জুন ইউপি সদস্য মো. হাসিবুর রহমান ও তার বড় ভাই মো. মিজানুর রহমান এবং ছোট ভাই মোস্তাক হোসেনসহ ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৮/১০ জনের বিরুদ্ধে দৌলতপুর থানার হত্যা মামলা দায়ের করে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।