মাগুরার শালিখায় কৃতিশিক্ষার্থী ও গুনীজন সংবর্ধনা ২০২৩ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।সীমাখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় শনিবার ১ জুলাই সকাল ১০টায়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড.মোঃ আহসান হাবিব।তিনি বলেন আজ যারা প্রতিষ্ঠিত হয়েছে তারা সকলে শিক্ষার মাধ্যমে অধিকতর জ্ঞান অর্জনের মাধ্যমেই প্রতিষ্ঠিত হয়েছে।কঠোর পরিশ্রম ছাড়া কখনো কেও প্রতিষ্ঠিত হতে পারে না। আর অবৈধভাবে উপার্জন করলেও তা টিকে থাকেনা।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আল আনীন।
প্রধান আলোচক হিসাবে ছিলেন মাগুরা হোসেন শহীদ সরোয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল হাকিম বিশ্নাস। তিনি শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম ও বেশী লেখাপড়ার প্রতি মনোযোগী হওয়ার পরামর্শ দেন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা, অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল কাজী শরিফ উদ্দিন প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন প্রভাষক ইমরান নাজির, প্রভাষক পারভেজ রানা, সাবেক সভাপতি কাজী জাহিদ হাসান, প্রভাষক জাহিদ হাসান জয়, রাজশাহী ইউনিভার্সিটির শিক্ষক মীর মুকাদ্দেস রিপন, সীমাখালী বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।
এছাড়া ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, খুলনা, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শালিখার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক তাসরিফ আলম।
এ সময় শালিখা উপজেলার কৃতিশিক্ষার্থী ও শালিখার গুণীজন যারা দেশের বিভিন্ন জায়গায় কর্মরত আছেন তাদের কে সংবর্ধনা দেয়া হয়।
তারুণ্যের শালিখা আয়োজিত অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় সীমাখালী মার্সেল গ্রুপ ও ইসলামী মাদ্রাসা।