আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে পোল্যান্ড আওয়ামী লীগ। শেখ এরশাদুর রহমানের সভাপতিত্বে এবং রাসেল আহম্মেদের পরিচালনায় আলোচনা সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন পোল্যান্ড আ’লীগ নেতা মোহাম্মদ মনিরুজ্জামান।
আলোচনার শুরুতে বাংলাদেশের সমৃদ্ধি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগের সাফল্য ও পুনরায় সরকার গঠন ও জননেত্রীর দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।
প্রাণ খুলে নিজেদের আশা-আকাঙ্ক্ষার কথা জানিয়ে বক্তারা বলেন, বঙ্গবন্ধু যখন আওয়ামী লীগের হাল ধরেন তখন তিনি ছিলেন টগবগে যুবক। পরবর্তীতে তিনিই হয়ে উঠেন স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা। আওয়ামী লীগের হাত ধরে প্রতিষ্ঠা লাভ করেছে বাংলাদেশ। অভাব-অনটন, অন্ধকার দূর করে সচ্ছলতা অর্জন করেছে। পরিণত হয়েছে মধ্যম আয়ের দেশে। সেই দলের হাত ধরেই আজ উন্নত বিশ্বের পথে ধাবমান আমাদের প্রিয় স্বদেশ।
বক্তারা আওয়ামী লীগের ইতিহাস, বাংলাদেশ সৃষ্টি ও বঙ্গবন্ধুর তাৎপর্য তুলে ধরেন।
বক্তারা আরো বলেন, বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে প্রবাসে জননেত্রী শেখ হাসিনার সৈনিকরা ঐক্যবদ্ধ, যেকোনো জাতীয় ইস্যুতে জননেত্রীর নির্দেশনা পালনে সংকল্পবদ্ধ।
বাংলাদেশের জন্য আওয়ামী লীগের ভূমিকা ও সাফল্যের চিত্র তুলে ধরেন, সেই সাথে বর্তমান সরকারের উন্নয়ন ও জননেত্রীর ভবিষ্যত পরিকল্পনার চিত্রও তুলে ধরেন। সবাইকে নিয়ে এক হয়ে কাজ করার এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে কানাডা থেকে আওয়ামী লীগ ও জননেত্রীর পক্ষে শক্তিশালী ভূমিকা পালন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।
আলোচনায় অংশগ্রহণ করেন পোল্যান্ড আওয়ামী লীগ নেতা শরীফ আহমেদ, সিদ্দিকুর রহমান, মোঃ দেলোয়ার, হামিদুল ইসলাম চৌধুরী মুরাদ, মতিউর রহমান , রিয়াজসহ আরো অনেকে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha