আজকের তারিখ : এপ্রিল ২১, ২০২৫, ৬:২৬ এ.এম || প্রকাশকাল : জুন ২৬, ২০২৩, ৪:৫৬ পি.এম
ফরিদপুরে কুমার নদীতে অজ্ঞাত পরিচয়ে বৃদ্ধের লাশ উদ্ধার

ফরিদপুরে কুমার নদীতে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধের (৫৫) লাশ উদ্ধার করা হয়েছে ।
জানা গেছে, আজ দুপুর ১টা ২৫ মিনিটে ফরিদপুরের কোতয়ালী থানাধীন বিল মামুদপুর উচ্চ বিদ্যালয় এর পশ্চিম পাশে কুমার নদীর পশ্চিম পাশে নির্মানাধীন ব্রিজ এর নিকট অজ্ঞাতনামা ওই পুরুষ (৫৫) ব্যক্তির লাশ দেখে স্থানীয় জনগণ ফরিদপুর ফায়ার সার্ভিস কে সংবাদ দেয় ফরিদপুর ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে এসে অজ্ঞাত নামা পুরুষ (৫৫) এর লাশ কুমার নদী হইতে উত্তোলন-পূর্বক নদীর পশ্চিম পাশে রাখে।
কোতয়ালী থানার এসআই মোঃ সিরাজুল ইসলাম, ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে।
পরিচয় শনাক্তে পিবিআই ফরিদপুর ও সিআইডি ক্রাইম সিন ইউনিট ফরিদপুর ঘটনাস্থলে এসে পৌঁছেছেন।
উক্ত বিষয়ে পুলিশী তদন্ত অব্যাহত আছে। মৃত্যুর সঠিক কারণ নেওয়ার জন্য মৃতদেহ সুরতহাল রিপোর্ট সংশ্লিষ্ট কাগজপত্রসহ ফরিদপুর মেডিকেল কলেজ মর্গে প্রেরণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha