ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে প্রতীক বরাদ্দ পেয়েছেন প্রার্থীরা। আসনটিতে একমাত্র স্বতন্ত্র প্রার্থী আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম একতারা প্রতীক পেয়েছেন।
সোমবার (২৬ জুন) সকালে আগারগাঁওয়ের নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে রিটার্নিং কর্মকর্তা মো. মুনীর হোসাইন এ বরাদ্দ দেন।
প্রতীক বরাদ্দ পেয়ে হিরো আলম বলেন, ‘আমি একতারা প্রতীক বরাদ্দ চেয়েছিলাম, এ প্রতীকই বরাদ্দ পেয়েছি। আমার আর কোনও অভিযোগ নেই। এখন সুষ্ঠ নির্বাচনের অপেক্ষা।’
এছাড়াও এই আসনে প্রতীক বরাদ্দ পেয়েছেন আওয়ামী লীগের মোহাম্মদ আলী আরাফাত (নৌকা), জাতীয় পার্টি সিকদার আনিসুর রহমান (লাঙ্গল), বাংলাদেশ কংগ্রেসের মো. রেজাউল ইসলাম স্বপন (ডাব), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটর মো. আকতার হোসেন (ছড়ি), জাকের পার্টির কাজী মো. রাশিদুল হাসান (গোলাপ ফুল) ও তৃণমূল বিএনপি’র শেখ হাবিবুর রহমান (সোনালী আঁশ)।
আগামী ১৭ জুলাই ব্যালট পেপারের মাধ্যমে এই আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।