চৈত্র বৈশাখ-জ্যৈষ্ঠ এই তিনমাস ভেড়ামারায় কোথায় কোন বৃষ্টি নেই। তীব্র দাবদাহে মানুষ অতিষ্ট। হঠাৎ করে আজ দুপুরে মেঘ ও মুহূর্তের মধ্যে শুরু হয় বৃষ্টি। শহরে এক পশলা বৃষ্টিতে জনজীবনে স্বস্তি নেমে এসেছে। প্রায় এক ঘণ্টাব্যাপী মুষলধারে বৃষ্টি হয়েছে। অনেক দিন পর বৃষ্টি হওয়ায় ভেড়ামারার মানুষ এ বৃষ্টিতে ভিজে ভিজে উপভোগ করতে দেখা যায়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ভেড়ামারা শহরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিলো । এদিকে উপজেলার পৌরসভাসহ ৬টি ইউনিয়নে বৃষ্টিসহ মৃদুঝড়ো হাওয়া বয়ে গেছে। তবে বৃষ্টিতে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
গত কয়েক দিনের গরমে মানুষের জীবন যখন অতিষ্ঠ, ঠিক সে সময় এক পশলা বৃষ্টি মানুষের মাঝে কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে।
২২জুন (বৃহস্পতিবার) দুপুরে হঠাৎ করেই আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হয়। প্রায় এক ঘণ্টার বৃষ্টিতে শহরের বিভিন্ন রাস্তায় কিছুটা পানিও জমে যায়।
তবে হঠাৎ করে বৃষ্টি নামায় ঘর থেকে বের হওয়া মানুষের কিছুটা ভোগান্তিতে পড়তে হয়েছে। তারা দৌড়াদৌড়ি করে বিভিন্ন মার্কেট ও বিপণিবিতানে গিয়ে অবস্থান নেয়। আবার অনেককে স্বস্তির বৃষ্টিতে মনের আনন্দে রাস্তায় ও রিকশার হুট খুলে,কেউ কেউ বাইকে চড়ে ভিজতে দেখা গেছে।
শহরে আসা নলুয়া গ্রামের ফারুক হোসেন বলেন, গত কয়েক দিনের গরমে অতিষ্ঠ হয়ে গিয়েছিলাম। কিছু কেনাকাটা করে বাড়ি ফেরার পথে বৃষ্টি নামায় ভিজে ভিজে বাড়ি যাচ্ছি। খুব ভালো লাগছে। মনে এক ধরনের প্রশান্তির ছোঁয়া পেয়েছি।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha