কুষ্টিয়ার দৌলতপুরে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের ধারাল অস্ত্রের আঘাতে রিন্টু হোসেন বাটুল (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান কামারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাটুল একই গ্রামের বীর মুক্তিযোদ্ধা ঝন্টু কামারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে কয়েকদিন আগে বাটুল একই এলাকার হাসিব মেম্বারের ছেলে মুস্তাককে মারধর করেন। এরই জের ধরে বুধবার রাতে বাগোয়ান কামারপাড়া এলাকায় একটি দোকানের পাশে বাটুল দাঁড়িয়ে থাকা অবস্থায় মুস্তাক পেছন থেকে ধারাল অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করেন। গুরুতর আহত অবস্থায় বাটুলকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক বাটুলকে মৃত ঘোষণা করেন। বাটুলের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তা নিয়ন্ত্রণ করে।
দৌলতপুর থানার ওসি মজিবুর রহমান জানান, আধিপত্য নিয়ে বেশ কয়েকদিন আগে বাটুল হাসিব মেম্বারের ছেলে মুস্তাককে মারধর করেন। এরই জের ধরে মুস্তাক ধারাল অস্ত্র দিয়ে বাটুলকে কুপিয়ে হত্যা করেছেন। ঘটনার পর থেকে মুস্তাক পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারে অভিযান চলছে। বাটুলের লাশ উদ্ধার করে থানা হেফজতে নেয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।