আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে জমে উঠেছে উত্তর বঙ্গের ঐতিহ্যবাহী নওগাঁর আত্রাই উপজেলার আহসানঞ্জ গো হাটটি। আর্থিক নিরাপত্তা ও পর্যাপ্ত ব্যবস্হা সহ নানাবিধ সুযোগ সুবিধার কারণে আহসানঞ্জ গো হাটটি ক্রেতা বিক্রেতারা সাচ্ছন্দ বোধ করেন।
আত্রাই নদীর তীরে আহসানঞ্জ গো হাটটির আবস্থান হওয়ায় বিভিন্ন জেলা ও এলাকা থেকে নৌকা যোগে ও সড়ক পথে গরু পাইকাররা সহজেই গরু আনা নেওয়া করতে পারে। গো হাটটিতে যেসব বড় বড় গরু আমদানি হয় তার বেশির ভাগই গ্রাম ও চর অঞ্চল থেকে আসে। এসব গরু মোটা তাজা করণ ঔষধ ছারা প্রাকৃতিক খাবার খেয়ে খামারিরা বড় করে থাকেন। সে কারণে ক্রেতাগণ ঐতিহ্যবাহি আহসানঞ্জ হাট থেকে গরু ক্রয় করতে আগ্রহী বেশি।
এছাড়া ও পর্যাপ্ত পরিবহন ব্যবস্হা থাকায় গরু ক্রয় করে দেশের যেকোন স্হানে সহজেই নিয়ে যাওয়া যায়। আত্রাই এর মদনডাঙ্গা গ্রামের গরু ব্যাবসায়ী জাহাঙ্গীর হোসেন জানান কোন কারণে গরু বিক্রয় করতে না পারলে রাত্রি হলে আমারা অনায়াসে নিরাপত্তার মধ্যে দিয়ে গরু সহ হাটটিতে রাত্রি যাপন করার সু ব্যবস্হা পেয়ে থাকি।
এখানে হাট পরিচালনা কমিটি গো ব্যাবসায়ীদের থাকা খাওয়ার ব্যবস্হা করে থাকেন। হাট ইজারাদার প্রতিনিধি আফছারুল ইসলাম জানান প্রতি হাটে গরু ছাগল ক্রয় বিক্রেতা দের নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসনের সদস্য মোতায়ন করা হয়ে থাকে। ঐতিহ্যবাহি আহসানঞ্জ হাটটির ঐতিহ্য ধরে রাখতে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha