জামালপুর বকশীগঞ্জে সন্ত্রাসীদের হামলায় বাংলানিউজটুয়েন্টিফোর ডটকম এর জামালপুর প্রতিনিধি গোলাম রব্বানী নাদিম হত্যার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ জুন) দুপুর ১২ টায় নড়াইল প্রেসক্লাবের সামনে নড়াইলের সাংবাদিক সমাজ এই বিক্ষোভ ও মানববন্ধন করে।
নাদিম হত্যার বিচার চেয়ে মানববন্ধনে বক্তব্য রাখেন নড়াইলকন্ঠের সম্পাদক কাজী হাফিজুর রহমান, সাংবাদিক মলয় কান্তি নন্দি, কার্তিক দাস, প্রেসক্লাব সভাপতি এনামুল কবীর টুকু, সাংবাদিক সাইফুল ইসলাম তুহিন, সাংবাদিক এড.আলমগীর সিদ্দীকী, বাংলানিউজটুয়েন্টিফোর নড়াইল জেলা প্রতিনিধি এম এম ওমর ফারুক প্রমুখ।
ঘন্টাব্যাপী চালায় মানববন্ধনের জেলার প্রায় অর্ধশতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।
বক্তারা অবিলম্বে দোষীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবী জানান।
এভাবে একের পর এক সাংবাদিক নির্যাতন কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ হত্যার বিচার ও তদন্ত না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha