আজকের তারিখ : জুলাই ১৪, ২০২৫, ৭:১৮ পি.এম || প্রকাশকাল : জুন ৭, ২০২৩, ১০:৫৬ পি.এম
কিশোর গ্যাং এর ছুরিকাঘাতে তরুণী হাসপাতালে

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারীতে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্কুল ছাত্রীকে চাকু দিয়ে কুপিয়ে রক্তাক্তের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে।
গতকাল (৬ জুন) মঙ্গলবার বিকেলে উপজেলার শিলখুড়ী ইউনিয়নের ধলডাঙ্গা এলাকায় এই ঘটনা ঘটেছে। আহত স্কুলছাত্রী শিলখুড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। তার তার দুই হাতে চাকু দিয়ে ক্ষত করা হয়েছে।
হামলায় অভিযুক্তরা হলো উপজেলার পশ্চিম ছাট গোপালপুড় এলাকার জহির উদ্দিন এর ছেলে কাজল(২১) ও উত্তর ছাট গোপালপুড় এলাকার মনজু মিয়ার ছেলে মাসুদ রানা। আহত স্কুল ছাত্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
ছাত্রীর দাদি রহিমা বেগম জানায় তার নাতনি গতকাল বিদ্যালয় ছুটির পর সে পায়ে হেঁটে বাড়ি ফিরছিল।
ধলডাঙ্গা বাজারের উত্তর পার্শে বীর মুক্তিযোদ্ধা আবু ইব্রাহিম মাস্টারের বাড়ির কাছে পৌঁছালে মাসুদ ও কাজল তাকে পথে আটকিয়ে প্রেমের প্রস্তাব দেয়। সে রাজি না হওয়ায় জোর করে কাজল ঐ ছাত্রীকে জাপটে ধরেলে সে চিৎকার করার চেস্টা করলে মুখ চেপে ধরে। আবারও প্রেমের প্রস্তাব দিলে রাজি না হলে মাসুদ রানা পকেট চাকু দিয় এলোপাথাড়ি কোপ দেয়। মেয়েটি হাত দিয়ে বাধা দিলে তার হাত পরনে থাকা জামা স্কুল ব্যাগ কেটে যায়। এসময় মেয়েটি রক্তাক্ত হয়ে অজ্ঞান হয়ে মাটিতে পরে গেলে তারা দুজন পালিয়ে যায়।
এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। অভিযুক্ত দের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে আহত স্কুলছাত্রীর পরিবার ও শিক্ষকগণ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে শিলখুড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের ড্রেস পরা এক ছাত্রীকে ছুরি দিয়ে রক্তাক্ত করে দুই যুবককে মটরসাইকেল দিয়ে পালিয়ে যেতে দেখেছে তারা। পরে রক্তাক্ত অবস্থায় ছাত্রীটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
ভূরুঙ্গামারী থানার ওসি নজরুল ইসলাম বলেন ছাত্রীর দাদী বাদি হয়ে একটি মামলা করেছে। অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha