ফরিদপুরে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ প্রশিক্ষণ কর্র্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ও জেলা প্রশাসকের সহযোগীতায় মঙ্গলবার বেলা ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই কর্র্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষন কর্মশালায় জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো: সাহাবুদ্দীন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: কামরুল আহসান তালুকদার, পৌর মেয়র অমিতাভ বোস, জেলা আওয়ামীলীগের সভাপতি শামীম হক প্রমুখ।
প্রশিক্ষন কর্মসূচীতে জেলার হিন্দু-মুসলিম-খ্রীষ্টান ধর্মীয় প্রতিষ্ঠানের পুরহিত ও ঈমানগণ অংশ নেন।
সভায় বক্তারা, সকল ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি ও কোন প্রকার গুজবে কান না দিয়ে সচেতনতার সাথে সামাজিক শান্তিশৃংখলা বজায়ের বিষয়ে আলোকপাত করা হয়।
বক্তারা আরো বলেন, “হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সকলের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। আমরা সবাই বাংলাদেশি ও বাঙালি হিসেবে ঐক্যবদ্ধ। আমাদের ভেতরে ভেদা-ভেদের কোনো প্রশ্ন আসতে পারে না। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে থাকতে চাই, বাঙালি হিসেবে থাকতে চাই।”
এদেশে বসবাসের জন্য সবার সমঅধিকার আছে মন্তব্য করে বক্তারা আরো বলেন, “এ অধিকার আদায়ে আমরা সচেষ্ট থাকব। বাঙালি হিসেবেই আমরা যার যার অধিকার নিয়ে বসবাস করতে চাই। এটাই হল আমাদের থিউরি।”
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।