আজকের তারিখ : নভেম্বর ২৩, ২০২৪, ৭:৪৫ পি.এম || প্রকাশকাল : জুন ৬, ২০২৩, ১১:৪৭ এ.এম
তীব্রগরমে নলছিটিতে বিশুদ্ধ ঠান্ডা পানি নিয়ে বিডিক্লিন
তীব্রগরমে সাধারন মানুষ ও পথচারীদের পাশে ঠান্ডা পানি নিয়ে দাড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন। মঙ্গলবার(৬জুন) ঝালকাঠির নলছিটিতে তাদের এই কার্যক্রমের শুভ উদ্ধোধন করেন পৌর মেয়র ও বীর মুক্তিযোদ্ধা আ.ওয়াহেদ খান।
সামসুন্নেহার ফাউন্ডেশনের সার্বিক সহায়তায় নলছিটির বিজয় উল্লাস চত্বরে সকাল ৯টায় এ কার্যক্রম শুরু করা হয়। চলবে বিকাল ৫টা পর্যন্ত। এসময় উপস্থিত ছিলেন, সামসুন্নেহার ফাউন্ডেশনের পরিচালক ও ব্যবসায়ী শাহাদাৎ ফকির। তিনি বলেন,এই গরমের মাঝে সাধারন মানুষজন নিজেদের অতিপ্রয়োজনীয় কাজে বের হয়েছেন। অনেক সময় দেখা যায় রোদের তাপে অনেকে পথেঘাটেই ক্লান্ত হয়ে পড়েন। এই গরমে হিটষ্ট্রোক থেকে বাচঁতে পানি পানের কোন বিকল্প নেই। তাই তাদের এই কার্যক্রমকে অবশ্যই সাধুবাদ জানাতে হবে।
পৌর মেয়র আ. ওয়াহেদ খান বলেণ, তীব্র তাপদাহে সাধারন মানুষ প্রচন্ড কষ্টে আছে এর মধ্যে নিত্য দিনের কাজে যারা পথচারী হিসেবে বেড়িয়েছেন তাদের একটু তৃঞ্চা মেটাতে স্বেচ্ছাসেবীরা যে কার্যক্রম শুরু করেছেন সেটা নিঃসন্দেহে মানবিক কাজ। পানি পান করানো ধর্মীয় দৃষ্টিতে সওয়াবের কাজও বটে।
বিডি ক্লিন টীম লিডার মো. মারজান বলেণ, বরিশাল থেকে আমাদের এই কাজের সূচনা করা হয়েছে। আমরা আপনাদের সহায়তায় আমাদের কাজকে এড়িয়ে নিতে চাই। তিনিও আরও বলেণ,আমরা পানি পানের জণ্য ওয়ানটাইম গ্লাস ব্যবহার করছি।এছাড়া পরবর্তীতে এটা অন্য কাজেও ব্যবহার করা যাবে। সে ব্যাপারে পথচারীদের ধারনা দিয়ে তাদেরকে গ্লাসটি দিয়ে দেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha