ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নকে ফরিদপুর-২ (নগরকান্দা-সলথা) থেকে -৪ (সদরপুর-ভাঙ্গা-চরভদ্রাসন) সংসদীয় আসনে পুনরায় যুক্ত করায় বিজয় উল্লাস করছে ইউনিয়নবাসী। গত বৃহস্পতিবার নির্বাচন কমিশন ৩০০ আসনের সীমানা পুনঃনির্ধারণের গেজেটে প্রকাশের পর কৃষ্ণপুর ইউনিয়ন ফরিদপুর-৪ এর সাথে পুনরায় যুক্ত হওয়ার খবরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে ইউনিয়নবাসী। এ সময় প্রধানমন্ত্রী ও ইসির প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে ইউনিয়নের সর্বস্তরের জনগণ।
কৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান আক্তারুজ্জামান তিতাস বলেন, আমরা দীর্ঘ ১৫ বছর পর ফরিদপুর-২ থেকে -৪ আসনে যুক্ত হয়েছি। আওয়ামী লীগ সরকারের আমলে সারা দেশে ব্যাপক উন্নয়ন হলেও কৃষ্ণপুর ইউনিয়নে উল্লেখ যোগ্য কোন উন্নয়ন হয়নি। আমাদের প্রসাশনিক সব কাজ সদরপুরে হলেও জাতীয় নির্বাচনে ফরিদপুর-২ আসনে ভোট দিতে হতো। এতে আমরা বিভিন্ন রাজনৈতিক জটিলতায় ভুগেছি।
সাবেক চেয়ারম্যান আবুল কায়ুম হিরু বলেন, ফরিদপুর-২ আসনে যুক্ত হওয়ার পর আমরা নানবিধ সমস্যার সম্মুখীন হতে হয়েছে। আমরা কোথাও প্রাপ্য মূল্যায়ন পাইনি। এখন সব সমস্যার অবসান ঘটবে বলে মনে করছি।
কৃষ্ণপুর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক প্রাণ কৃষ্ণ চৌধুরী (পিরু ঠাকুর) জানান, আমরা ১৫ বছর লৌহ শিকলে আবদ্ধ ছিলাম। এই বন্দীদশা থেকে মুক্তি পেয়ে আমরা আনন্দিত। আমি আশা করছি ভবিষ্যতে কৃষ্ণপুর ইউনিয়নে ব্যাপক উন্নয়ন হবে।
বীরমুক্তিযোদ্ধা আঃ মজিদ মিয়া বলেন, সাবেক নূরুল হুদা কমিশন একটি ভুল সিদ্ধান্তে কৃষ্ণপুর ইউনিয়নকে সদরপুর থেকে বিছিন্ন করে ফরিদপুর-২ আসনে যুক্ত করে ছিল। যার ফলে প্রশাসনিক কাঠামো দুর্বল হয়ে এক কালের শান্ত জনপথ আজ সন্ত্রাসী জনপথে রুপ নিয়েছে।
কৃষ্ণপুর ইউনিয়নকে ফরিদপুর-৪ আসনে যুক্ত করার লক্ষ্যে গত ২৬ মার্চ ২০২৩ তারিখে নির্বাচন কমিশন সচিবালয় বরাবর জনগণের পক্ষে চেয়ারম্যানসহ ১৩ ইউ.পি সদস্য স্বাক্ষরিত একটি আবেদন করা হয়। এর প্রেক্ষিতে গত ১১ মে ২০২৩ এর শুনানি ও আপত্তি যাচাই বাছাই করে চুরান্ত গেজেট প্রকাশ করে ইসি।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।