মিরপুরে ১৪৫৭ পিচ ইয়াবাসহ সুজাত আলী (২৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটকের পর তাকে ওষুধ খাইয়ে তার পেট থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। শুক্রবার দুপুরে মিরপুর থানার ওসি রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার গোবিন্দগুনিয়া ব্রিজ এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক সুজাত আলী জেলার দৌলতপুর উপজেলার শেরপুর গ্রামের বারেক আলীর ছেলে।
ওসি রফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর থানার উপপরিদর্শক জামাল মৃধার নেতৃত্বে পুলিশের একটি দল মিরপুরের গোবিন্দগুনিয়া ব্রিজের কাছে অভিযান পরিচালনা করে। অভিযানে সন্দেহভাজনভাবে সুজাতকে আটক করা হয়। কিন্তু আটকের পর তার দেহ তল্লাশি করে কোনো কিছু পাওয়া যায় না। তবে আচার-আচরণ এবং সোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে এক প্রকার নিশ্চিত হয়ে সুজাতকে আটক করে থানায় নেয়া হয়।
|
সেখানে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সুজাত তার পেটের মধ্যে বিশেষভাবে রাখা ইয়াবার কথা স্বীকার করেন। এ সময় চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে ওষুধ খাইয়ে তার পেট থেকে ১৪৫৭ ইয়াবা বের করা হয়।
তিনি আরো বলেন, মিরপুর থানায় সুজাতের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।