আজকের তারিখ : জানুয়ারী ১৬, ২০২৫, ১:৩৬ এ.এম || প্রকাশকাল : জুন ২, ২০২৩, ৫:৫৭ পি.এম
ফরিদপুরের বোয়ালমারীতে অনলাইনে জুয়া খেলার অপরাধে ৪ জন গ্রেপ্তার
ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার ছোলনা এলাকার গতকাল রাত ৩টায় ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে ছালাম মোল্যার বসত বাড়ির উঠান থেকে অনলাইনে জুয়া খেলা অবস্থায় ৪ জনকে আটক করেছে।
গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার রায়পুর গ্রামের আব্দুল আলিম শিকদারের ছেলে আকাশ শিকদার (২৫), সিরাজুল ইসলাম মোল্যার ছেলে আশরাফুল ইসলাম (২৮), ছোলনা গ্রামের মৃত ছালাম মোল্যার ছেলে জিয়ারুল ইসলাম (২৮) ও দক্ষিণ কামারগ্রাম এলাকার আলী মোল্যার ছেলে বকুল মোল্যা (২৯)।
তাদের জিজ্ঞাসাবাদ ও তদন্ত শেষে বোয়ালমারী থানায় ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৮-১০জনকে আসামি করে মামলা করেন ডিবি পুলিশের এসআই আব্দুর রহিম মোল্যা।
বিষয়টি নিশ্চত করে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (কোতয়ালী জোন) মো. রাকিবুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতরা মোবাইলের মাধ্যমে অনলাইন জুয়ার বিভিন্ন ওয়েবসাইট ব্যবহার করে অনলাইনে জুয়া খেলে। গোপন সংবাদের ভিত্তিতে জুয়া খেলা অবস্থায় তাদের আটক করা হয়।
এ ব্যাপারে মামলা শেষে তাদেরকে আদালতে চালান করা হয়েছে। পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha