কুষ্টিয়ার ভেড়ামারায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া ও আলোচনা সভা পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। আজ ৩০মে,মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে শহরের নওদাপাড়ায় বিএনপি অস্থায়ী কার্যালয়ে এ ঘটনা ঘটে।
এসব ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে এবং ভাঙচুর করা ১০টি মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে গেছে। পুলিশ বলছে, বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের কারণে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
বিএনপি ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভেড়ামারা শহরের নওদাপাড়ায় অস্থায়ী বিএনপি কার্যালয়ে দোয়া ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা বিএনপি। সভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড: তৌহিদুল ইসলাম আলম বক্তব্য দেওয়ার সময় পুলিশের একটি দল কার্যালয়ে আসে। পুলিশ সদস্যরা অতর্কিত লাঠিপেটা শুরু করলে নেতা-কর্মীরা ছোটাছুটি শুরু করেন। একপর্যায়ে পুলিশ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে সভাস্থলের চেয়ার-টেবিল ভাঙচুর ও কয়েকজন নেতা-কর্মী আহত হন।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড: তৌহিদুল ইসলাম আলম অভিযোগ করে বলেন, হঠাৎ সভাস্থলে পুলিশ ঢুকে নেতা-কর্মীদের ওপর লাঠিপেটা ও ভাঙচুর শুরু করে। এ সময় সভাস্থল থেকে ১০টি মোটরসাইকেল নিয়ে যায় পুলিশ। এ ছাড়া তিন নেতা-কর্মীকে আটক করে থানায় নিয়ে গেছে। পুলিশের এলোপাতাড়ি লাঠিপেটায় তিনিসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনার পর জাসদের নেতা-কর্মীরা দক্ষিণ রেলগেট এলাকায় পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলামের রাজনৈতিক কার্যালয় ভাঙচুর করেছেন। বিএনপির দুই পক্ষের সংঘর্ষের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা বলে তিনি দাবি করেন।
কুষ্টিয়া-২ আসনে (ভেড়ামারা-মিরপুর) বিএনপির সাবেক সংসদ সদস্য শহীদুল ইসলাম বলেন, পুলিশ উদ্দেশ্য প্রণোদিতভাবে লাঠিপেটা করে অনুষ্ঠান পণ্ড করে দিয়েছে। নেতা-কর্মীদের মারধর করেছে। জাসদ বিএনপির এক নেতার দলীয় কার্যালয় ভাঙচুর করেছে। সংসদ সদস্য ও জাসদের কেন্দ্রীয় নেতা হাসানুল হক ইনুর নির্দেশেই এসব হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
অভিযোগের বিষয়ে জেলা জাসদের সাধারণ সম্পাদক আবদুল আলীম বলেন, এ ব্যাপারে হাসানুল হক ইনু কিছুই জানেন না। বিএনপির নেতারা রাজনৈতিক ইস্যু তৈরি করছেন। এ ঘটনার সঙ্গে জাসদের কোনো সম্পৃক্ততা নেই। আমি নিজেও বাইরে ছিলাম। ঘটনা শুনে ভেড়ামারাতে আসি। বিএনপির নেতাদের অভিযোগের কোনো সত্যতা নেই। যদি কেউ কিছু করে থাকে, তবে পুলিশ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নিবেন।
ভেড়ামারা থানার পরিদর্শক (তদন্ত) আকিবুল ইসলাম বলেন, বিকেলে বিএনপি ঘরের মধ্যে অনুষ্ঠান করছিল। হঠাৎ সেখানে দুটি পক্ষের নেতা-কর্মীদের মধ্যে বিরোধ দেখা দেয়। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে তিনজনকে আটক করে এবং ১০টি ভাঙা মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ (লিটু সিকদার), মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha