আজকের তারিখ : মে ১৭, ২০২৫, ১০:১৭ এ.এম || প্রকাশকাল : মে ২৩, ২০২৩, ৫:০৯ পি.এম
ফরিদপুরের মধুখালিতে জমি নিয়ে বিরোধের জেরে একজনকে মেরে আহত

ফরিদপুরের মধুখালী উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে আজ মঙ্গলবার সকাল সাড়ে দশটায় সাজেদা বেগম (৪৫), স্বামী- আবুল কালাম শেখ, সাং-বসমসী, ইউপি- মেগচামী, থানা- মধুখালি, জেলা - ফরিদপুর - কে টগর ওরফে জুবায়ের শেখ সহ ৩- ৪জন মিলে হত্যার উদ্দেশ্যে মারতে থাকলে সাজেদা বেগম অচেতন হয়ে পড়ে। এসময় লোকজনের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যায়।
উক্ত ঘটনায় সাজেদা বেগমের স্বামী আবুল কালাম শেখ বাদী হয়ে মধুখালী থানায় একটি মামলা দায়ের করেছেন
আসামিরা হলেন-
ক) টগর ওরফে জুবায়ের শেখ (২৬), খ) লাল চাঁদ শেখ (৩০), উভয়ের পিতা-জামাল শেখ, গ) জামাল শেখ(৫২), পিতা- সুলতান শেখ সর্ব সাং-বসমসী, ইউপি- মেগচামী, থানা- মধুখালি, জেলা - ফরিদপুর।
বর্তমানে আহত সাজেদা বেগম বর্তমানে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha