মাগুরার মহম্মদপুরের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন মাগুরা-২ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ডক্টর ওহিদুর রহমান টিপু। মঙ্গলবার (১৬ মে) রাতে উপজেলা সদরের সাবেক ফুডজোনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এই প্রত্যাশার কথা ব্যাক্ত করেন।
মাগুরা জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের আইন বিষয়ক সম্পাদক ডক্টর ওহিদুর রহমান টিপুর বাড়ি মহম্মদপুর উপজেলার উরুড়া গ্রামে। ঢাকা বিশ^বিদ্যালয়ের জহুরুল হক হল শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি, বাংলাদেশ দূতাবাস, ম্যানচেস্টার, যুক্তরাজ্যের সাবেক এই কাউন্সেলর (কনস্যুলার) দলের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের কাছে মনোনয়ন চাইবেন বলে জানিয়েছেন।
ডক্টর ওহিদুর রহমান টিপু বলেন, ‘আমি পর পর তিনবার কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের কাছে মাগুরা-২ আসনে নৌকার টিকেট প্রত্যাশার কথা জানিয়েছি। মনোনয়ন ফরম গ্রহণ করেছি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আমি মনোনয়ন প্রত্যাশী। সে লক্ষ্যে কেন্দ্রীয় পর্যায়ে যোগাযোগ রাখছি। মাগুরা-২ নির্বাচনী এলাকায় গণসংযোগ অব্যাহত রেখেছি।’ তিনি বেশ কিছুদিন যাবৎ মহম্মদপুর ও শালিখার বিভিন্ন এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫