ফরিদপুরের চরভদ্রাসনে পাওনা টাকা চাইতে গিয়ে মোঃ সুজন নামে এক ফার্নিচার ব্যাবসায়ীর কাঠের আঘাতে মৃত্যু শয্যায় রয়েছে স্বপন শেখ (২৮) নামের এক যুবক। বৃহস্পতিবার (১১ মে) সন্ধা সারে ৭টার দিকে উপজেলার আদর্শ স্কুল রোডে সুজনের ফার্নিচারের দোকানে পাওনা টাকা চাইতে গেলে এ ঘটনা ঘটে। স্বপন সদর ইউনিয়নের আব্দুল সিকদারের ডাঙ্গী গ্রামের বাসিন্দা শেখ জালালের তৃতীয় পুত্র।স্বপন পেশায় একজন ফার্নিচার পালিশ মিস্ত্রি তার এক বছর বয়সী একটি ছেলে আছে।
প্রত্যক্ষদর্শীরা জানায় ঘটনার দিন সন্ধায় স্বপন তার পাওনা টাকা চাইতে সুজনের দেকানে যায়। দুজনের ভেতর পাওনা টাকা নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে ব্যাবসায়ী সুজন স্বপনের মাথায় কাঠ দিয়ে আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পরে। স্থানীয়রা স্বপনকে দ্রæত চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিত্সক ডা.প্রিন্স মাহমুদ প্রাথমিক চিকিত্সা শেষে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
ভাই সেলিম জানায় স্বপনের শারিরীক অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর হতে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তী করা হয়। তার মাথার বাপ পাশের অনেক গুলো হাড় ভেঙ্গে গিয়েছে বলে জানিয়েছে চিকত্সক। বর্তমানে সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিত্সাধীন আছে।
সুজন ফরিদপুর সদর উপজেলার মুন্সিবাজারের পেয়ারপুর এলাকার বাসিন্দা।মুঠোফোনে সুজন এ ঘটনার সত্যতা স্বীকার করেছে।বর্তমানে সে পলাতক রয়েছে।
শুক্রবার চরভদ্রাসন থানা অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা বলেন এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন আছে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।