আজকের তারিখ : মে ১৫, ২০২৫, ৩:১৭ এ.এম || প্রকাশকাল : মে ১১, ২০২৩, ১:৫৯ পি.এম
ফরিদপুর জেলার সরকারি ও বেসরকারি ব্যাবস্থাপনায় হজযাত্রীদের হজ প্রশিক্ষণ অনুষ্ঠিত

ইসলামিক ফাউন্ডেশন ফরিদপুর জেলা কার্যালয়ের আয়োজনে সংস্থার উপ-পরিচালক মোঃ সাহাবুদ্দিন এর সভাপতিত্বে ফরিদপুর জেলার সরকারি ও বেসরকারি ব্যাবস্থাপনায় হজযাত্রীদের হজ প্রশিক্ষণ কর্মশালা আজ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় ফরিদপুর শহরের কবি জসীম উদ্দিন হলে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়াছিন কবির, হাব প্রতিনিধি ও এয়ার পিস ট্রাভেলস এর চেয়ারম্যান জনাব মোঃ আখতার উজ্জামান, ফরিদপুর শাহ ফরিদ জামে মসজিদ এর খতিব ও ইমাম জনাব আলহাজ্ব হাফেজ মাওঃ মোঃ আবুল কালাম আজাদ এ সময় হজ গমনেচ্ছু হাজিরা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষকবৃন্দ হজ গমনেচ্ছু হাজীদের হজ যাত্রার পূর্ববর্তী ও পরবর্তী করনীয় সম্পর্কে নানা দিক নির্দেশনা প্রদান করেন ও হাজীদের নানা প্রশ্নের উত্তর দেন। জেলা প্রশাসক ।
তিনি তার বক্তব্যে হজ যাত্রীদের উদ্দেশ্যে বলেন - আপনারা প্রত্যেকেই হজে গিয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন, তাই আপনাদের আচরণের উপর নির্ভর করবে বাংলাদেশের ভাবমূর্তি, আমরা আশা করবো আপনারা আপনাদের আচরণের মাধ্যমে বাংলাদেশকে বহিঃবিশ্বের সামনে উপস্থাপন করবেন এবং বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবেন।
এ বছর ফরিদপুর জেলা হতে সরকারি ব্যাবস্থাপনায় ০৩ জন ও বেসরকারি ব্যাবস্থাপনায় ৩৭২ জন সহ সব মিলিয়ে মোট ৩৭৫ জন হাজী হজে গমন করবেন বলে জানা যায়।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha