আজকের তারিখ : মে ১৫, ২০২৫, ৩:২৬ এ.এম || প্রকাশকাল : মে ৯, ২০২৩, ৬:৩৭ পি.এম
মুকসুদপুরে পরীক্ষায় নকল সরবরাহ, পিতার ২ বছরের কারাদণ্ড

গোপালগঞ্জের মুকসুদপুরে এসএসসি পরীক্ষায় নকল সরবরাহের অভিযোগে আসাদ জামান নামে ব্যক্তিকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৯ মে) বেলা ১১টায় মুকসুদপুর উপজেলার সরকারি মডেল এসজে উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম ইমাম রাজী টুলু। দণ্ডপ্রাপ্ত আসাদ জামান মুকসুদপুর উপজেলার গোহালা ইউনিয়নের প্রসন্নপুর গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম ইমাম রাজী টুলু জানান, উপজেলার সরকারি মডেল এস.জে উচ্চ বিদ্যালয় কেন্দ্রে শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষা দিচ্ছেন। পরীক্ষার কেন্দ্র পরিদর্শনের অংশ হিসেবে সকালে গণিত পরীক্ষা চলাকালে ওই বিদ্যালয়টিতে যাওয়ার পর একজন শিক্ষার্থীকে মোবাইলের মাধ্যমে উত্তর সরবরাহ করেন অভিযুক্ত আসাদ জামান।
বিষয়টি আমার নজরে আসলে তাৎক্ষনিক হাতেনাতে তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে আসাদ জামান তার পুত্রকে মোবাইল ফোনের মাধ্যমে উত্তর পত্র সরবরাহ করেছেন মর্মে অপরাধ স্বীকার করে।
এসময় প্রতিরোধ ও শাস্তির বিধান করার লক্ষ্যে পাবলিক পরীক্ষা (অপরাধ) আইনে ১৯৮০ এর ধারা ৯ (খ)ধারায় অভিযুক্তকে ২ বছরের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha